বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ০৮:১৭:৩৮

ভারত থেকে উড়ে এল মুস্তাফিজ-রুবেলের দারুণ সুখবর

ভারত থেকে উড়ে এল মুস্তাফিজ-রুবেলের দারুণ সুখবর

স্পোর্টস ডেস্ক: ভারতীয় সর্বোচ্চ জনপ্রিয় ইংরেজি পত্রিকা দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া’ বাংলাদেশি দুই টাইগার পেসার মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনকে নিয়ে গেল দারুণ এক উচ্চতায়। ‘টাইমস অব ইন্ডিয়ার চোখে ২০১৫ সালে দৃর্দান্ত বোলিং করেছেন টাইগার মুস্তাফিজ ও রুবেল । বৃহস্পতিবার ২০১৫ সালের ক্রিকেটবিশ্বের সেরা দশ বোলার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন টাইমস অব ইন্ডিয়া। সেখানে শীর্ষ বোলার হিসেবে নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদি। এ তালিকায় টাইগার রুবেল হোসের রয়েছেন চতুর্থ নাম্বারে। এরপরেই আছেন চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে উঠে আসা টাইগারদের পেস ‍আক্রমণের নতুন অস্ত্র মুস্তাফিজুর রহমানের নাম। তবে মুস্তাফিজের সাথে রয়েছেন দক্ষিণ আফ্রিকার বোলার ইমরান তাহির। তালিকায় দ্বিতীয় স্থানে দেখা যাচ্ছে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ডকে। এরপর তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্ট্রার্ক। তা ছাড়াও এ প্রতিবেদনে আরো রয়েছেন সাউথ আফ্রিকা ক্যাসিগো রাবাদা, মরনে মরকেলও নিউজিল্যান্ডের মিচেল ম্যাকক্লিগান। মুস্তাফিজুর রহমান অভিষেকের পর থেকে সংক্রান্ত আলোচনা এখনো ভেসে বেড়াচ্ছে বাংলাদেশের ক্রিকেটের আকাশে-বাতাসে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মৌসুমে মুস্তাফিজুর ছাড়িয়ে গেছেন কল্পনার সীমানা। গুগলের সার্চ ইঞ্জিনে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এই ‘কাটার স্পেশালিষ্ট’কে। টাইগারদের এ পেসার হয়েছেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে স্কোয়াডের অন্যতম সদস্য। ২৪ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে