বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ০৯:২৫:১০

পরিসংখ্যান বলছে ২০১৬ টি-২০ বিশ্বকাপ জিতবে বাংলাদেশ

পরিসংখ্যান বলছে ২০১৬ টি-২০ বিশ্বকাপ জিতবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে বাংলাদেশ। আবেগ নয়, বাস্তবে বলা যাচ্ছে। ২০১৪ সালে ঘরে মাঠে টি-বিশ্বকাপ পেয়ে টাইগাররা যেভাবে চমক দেখিয়েছে, সে ধারণা থেকে বল হচ্ছে না, পিছনে পেলে আসা সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিসংখ্যান থেকে বলা হচ্ছে আগামী বছর টি-বিশ্বকাপ জিতবে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের বিগত তিনটি আসরের পরিসংখ্যান একটু খতিয়ে দেখলে বুঝা যাবে কিভাবে ২০১৬ টি-বিশ্বকাপ জিতবে বাংলাদেশ। বিগত তিনটি টি-টেয়েন্টি বিশ্বকাপের পরিসংখ্যান থেকে দেখা যায়, টি-টোয়েন্টি বিশ্বকাপ যে দেশে অনুষ্ঠিত হচ্ছে, সেই দেশটিই বিস্ময়করভাবে পরের আসরের চ্যাম্পিয়ন হচ্ছে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের ১ম আসরটি বাদ দিয়ে ঠিক এমনটিই লাগাতারভাবে ঘটে আসছে বিশ্বকাপের দ্বিতীয় আসর থেকে পঞ্চম আসর পর্যন্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয় ২০০৯ সালে ইংল্যান্ডে, এবং পরের (৩য়) আসরে ২০১০ সালে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড, যেটি অনুষ্ঠিত হয়েছিল ওয়েস্ট ইণ্ডিজে। এই ক্রমধারা বজায় রেখে ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ আসরের চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ, যেটি অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায়। ঠিক একইভাবে পরের আসরে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সর্বশেষ অনুষ্ঠিত হয় আসর বাংলাদেশ। ক্রমধারা সে হিসেবে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতবে বাংলাদেশ। ২৪ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে