বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ১০:৩৩:৫১

ক্রিকেট থেকে সরে গেছেন আকাশছোঁয়া ১০ ক্রিকেটার

ক্রিকেট থেকে সরে গেছেন আকাশছোঁয়া ১০ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : পুরনো বছর এখনো শেষ হয়নি। নতুন বছরের হাতছানি। বাকি আর ক’টা দিন। তার আগেই ক্রিকেট মাঠ থেকে অবসরে গেলেন একাধিক ক্রিকেট-তারকা। বছরের শেষপ্রান্তে পৌঁছে সেরা দশ ক্রিকেটারের অবসরের বৃত্তান্ত আজ- ব্রেন্ডন ম্যাকালাম : ঘটনার কী আশ্চর্য সমাপতন! গত বছরের একেবারে শেষের দিকে ভারত-অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আচমকাই ঘোষণা করের , অনেক হয়েছে আর নয়। টেস্ট ক্রিকেট থেকে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন। সরকারিভাবে তা জানিয়েও দেন। ধোনির ঘোষণা এতটাই আকস্মিক ছিল যে, বছরের গোড়ায় ক্রিকেটপাগলরাও স্তম্ভিত হয়ে যান। ২০১৫-এর শেষ পর্বে প্রায় একই ছবি। ধোনির মতোই এক উইকেটকিপার প্যাড, ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলেন বছরের শেষপ্রান্তে পৌঁছে। তিনি ব্রেন্ডন ম্যাকালাম। ধোনি যেভাবে বছরের শুরুটা শুরু করেছিলেন, ম্যাকালাম ঠিক সেইভাবেই শেষ করলেন। মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত এই কিউয়ি। মঙ্গলবার তিনি ঘোষণা করেন, ফেব্রুয়ারিতেই তিনি ক্রিকেটের সব রকমের ফরম্যাট থেকে অবসর নেবেন। ম্যাকালামই একমাত্র ক্রিকেটার, যিনি অভিষেকের পর থেকে নাগাড়ে টেস্ট খেলে চলেছেন। বেসিন রিজার্ভে শততম টেস্ট খেলতে নামবেন ম্যাকালাম। আর ২০ ফেব্রুয়ারি হেডিংলে ওভালে শেষ টেস্ট তার। মাইকেল ক্লার্ক : অ্যাশেজের পরেই এগারো বছরের ক্যারিয়ারে ইতি টানেন মাইকেল ক্লার্ক। টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর আগেই অবশ্য টি টোয়েন্টি ও ওয়ানডে থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। ঘরের মাঠে বিশ্বকাপ জেতার নজিরও রয়েছে ক্লার্কের। মিচেল জনসন : ক্লার্কের মতোই ৩৪ বছর বয়সে অবসর গ্রহণ করেন ফাস্ট বোলার মিচেল জনসন। একই বয়সে ক্লার্ক ও ম্যাকালামও ক্রিকেট থেকে সরে দাঁড়ান। তিনশ’র বেশি টেস্ট উইকেট ও দুশ’র বেশি ওয়ানডে উইকেটের মালিক জনসন। তার দিনকয়েক আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান শেন ওয়াটসন। বীরেন্দ্র সহবাগ : চূড়ান্ত অপমানিত হয়ে অস্তাচলে যান ‘নজফগড়ের নবাব’ বীরেন্দ্র সহবাগ। মহেন্দ্র সিং ধোনির দলে তার জায়গা হচ্ছিল না। টেস্ট ক্রিকেটে দুটো ট্রিপল সেঞ্চুরি ও ওয়ানডে-তে একটা ডাবলের মালিকের এভাবে বিদায় ভালোভাবে নেয়নি ক্রিকেটপাগলরা। জাহির খান : একসময় বলকে কথা বলাতেন জাহির খান। কিন্তু চোট-আঘাত তার ক্যারিয়ারকে সংক্ষিপ্ত করে দিল। টেস্টে ৩১১টি ও ওয়ানডে-তে ২৮২টি উইকেট নেন জাহির। শাহিদ আফ্রিদি : পাকিস্তানি অলরাউন্ডার শাহিদ আফ্রিদি অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের পরই ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়ান। ২০১০-এ টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আফ্রিদি। টি টোয়েন্টি বিশ্বকাপের পরে হয়তো ক্রিকেটের কনিষ্ঠ সংস্করণকেও বিদায় জানাবেন তিনি। শোয়েব মালিক : সানিয়া মির্জার স্বামী শোয়েব মালিকও টেস্ট ক্রিকেট থেকে আচমকাই সরে দাঁড়ান। তার বিদায়ও নাটকীয়তায় ভরা। ২০১০-এর পর আবার টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটেছিল তার। খেলেছিলেন ঝকঝকে ২৪৫ রানের ইনিংস। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্টের পরেই জুতো জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন শোয়েব। কুমার সঙ্গকারা ও মাহেলা জয়বর্ধনে : লঙ্কার পঙ্কজ রবি গেলেন অস্তাচলে। কুমার সঙ্গকারা ও মাহেলা জয়বর্ধনে তো দ্বীপরাষ্ট্রের পঙ্কজ রবিই। টেস্ট ক্রিকেটে বারো হাজারের উপরে রানের মালিক সঙ্গা। এগারোটা দ্বিশতরান এসেছে তার ব্যাট থেকে। টেস্ট ক্রিকেট থেকে আগেই সরে গিয়েছিলেন জয়বর্ধনে। ২০১৫ বিশ্বকাপের পরে ওয়ানডে ক্যারিয়ারও শেষ করে দেন তিনি। টেস্ট ও ওয়ানডে-দুই ফরম্যাটেই বারো হাজারের উপরে রান রয়েছে জয়বর্ধনের। ড্যানিয়েল ভেট্টোরি : ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে যাওয়ার পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন নিউজিল্যান্ডের ভেট্টোরি। টেস্টে ৩৬২টি উইকেটের মালিক তিনি। ওয়ানডে-তে ৩০৫টি উইকেট তার দখলে। তথ্যসূত্র : ইবেলা ২৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে