বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ১১:০৬:৫৭

বছর শেষে নয়া রেকর্ড গড়লেন ধোনি

বছর শেষে নয়া রেকর্ড গড়লেন ধোনি

স্পোর্টস ডেস্ক: বছর শেষে নয়া রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এশিয়ার পেশাদার ক্রিকেটে সবথেকে বেশি সংখ্যক স্ট্যাম্পিং-এর রেকর্ড ভাঙলেন তিনি। বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ভারতীয় এ অধিনায়কের কাছে স্মরণীয় হয়ে থাকবে। কারণ দিল্লির শিখর ধবনকে স্টাম্প আউট করার পরই নয়া এই রেকর্ড গড়েন তিনি। তাঁর স্ট্যাম্পিংয়ের সংখ্যা ২০৮। পাকিস্তানের কামরান আকমলকে ছাপিয়ে গেলেন তিনি। এই তালিকায় তিন নাম্বারে রয়েছেন সাবেক শ্রীলঙ্কার কিপার কুমার সঙ্গাকারা(২০৪)। ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে ১৩৭ টি স্ট্যাম্পিং করেছেন। এর মধ্যে টেস্টে ৩৮, ওয়ান ডে তে ৮৮ এবং টোয়েন্টি-২০ তে ১১ টি স্ট্যাম্পিং। ২৪ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে