বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ১১:২৬:১৮

হুইলচেয়ার থেকেই বিশ্বসেরা!

হুইলচেয়ার থেকেই বিশ্বসেরা!

স্পোর্টস ডেস্ক : রক্তঘাম না ঝরালে চ্যাম্পিয়ন হওয়া যায় না। দিনের পর দিন কঠোর পরিশ্রম করে, অনেক ত্যাগ স্বীকার করে শৃঙ্খলায় থেকে চ্যাম্পিয়ন হওয়ার পথটা তৈরি করে নিতে হয়। কিন্তু যতিন্দর সিংয়ের জন্য চ্যাম্পিয়ন হওয়াটা ছিল অনেক অনেক কঠিন। কতটা যে কঠিন, নড়াচড়া বলতে একসময় হুইলচেয়ারই যার সম্বল ছিল, নিজের শিরদাঁড়া সোজা করে দাঁড়ানোর জোরটুকু ছিল না তার। সেই ছেলে কি কখনো ভাবতে পারে, সে সব প্রতিকূলতাকে তুচ্ছ করে, আবার সোজা হয়ে দাঁড়াবে? আর যতিন্দর শুধু হুইলচেয়ার ছেড়ে দাঁড়াননি, তুড়ি মেরে হেলায় জয় করে নিয়েছেন সাফল্যের বিশ্বমুকুট। তবে কারো করুণার পাত্র হয়ে নয়। সবটাই নিজগুণে। নিজের রক্তঘাম ঝরানো শ্রম আর হার না-মানা মনের জোরকে সম্বল করেই বডি বিল্ডিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন বছর একত্রিশের এ যুবক। থাইল্যান্ডে অনুষ্ঠিত সপ্তম বিশ্ব বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে ৮০ কেজি বিভাগে রুপার পদক পেয়েছেন এ ভারতীয় যুবক। কয়েক বছর আগের এক দুর্ঘটনায় শিরদাঁড়ায় মারাত্মক চোট পেয়েছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা যতিন্দর সিং। কয়েক টুকরো হয়ে গিয়েছিল তার শিরদাঁড়া। ফলে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেন। হুইলচেয়ারই হয়ে ওঠে তার জীবন। ২০০৭ থেকে ২০০৯, এ দু-বছর নিজেকে ধীরে ধীরে তৈরি করেই এ যুবক। মেরুদণ্ড যাঁর টুকরো-বিটুকরো, তার কাছে এটা কতটা কঠিন, সেটা না বললেও অনুভব করা যায়। যতিন্দর সেই কষ্টকে, শরীরে যন্ত্রণাকে হেলায় উপেক্ষা করে ২০১০ সালে জিতে নেন 'মিস্টার ইন্ডিয়া' খেতাব। ক্রমে ছন্দে ফিরতে থাকেন। লক্ষ্য ছড়িয়ে দেন দেশের গণ্ডির বাইরে বিশ্বমঞ্চ। ২০১৪-এ ষষ্ঠ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে চতুর্থস্থানে শেষ করেন বর্তমানে হরিয়ানার গুরগাঁও নিবাসী এ তরুণ। এ বছর একই প্রতিযোগিতায় রুপার পদক জয়। জানালেন, পরবর্তী লক্ষ্য আগামী বছর ব্রাজিল থেকে সোনার পদক জয়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া ২৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে