বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ১১:২৮:০১

টাইগার মিরাজের স্বপ্ন এবার

টাইগার মিরাজের স্বপ্ন এবার

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়ে এখনো অনেক বাকি। কিন্তু তার আগেই স্বপ্ন দেখা শুরু করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মিরাজ। অধিনায়ক মেহেদি হাসান স্বপ্ন দেখছেন শিরোপা জয়ের। গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ড নিশ্চিত করাই তার প্রথম লক্ষ্য। যুব বিশ্বকাপে বেশিরভাগ সময়ই কাপ পর্বে যেতে পারেনি বাংলাদেশ। এবার কোনোভাবেই নীচের ধাপ প্লেট পর্বে খেলতে রাজি নন মিজানুর। আমার প্রথম লক্ষ্য কাপ পর্ব। যদি নিজেদের গ্রুপের সেরা দল হতে পারি আমাদের জন্য খুব ভালো হবে। এরপর না হয় সেমি-ফাইনালে যাওয়া নিয়ে ভাবা যাবে। ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী শিরোপাধারী দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও স্কটল্যান্ড। নিজেদের মাঠে খেলার বাড়তি সুবিধা পুরোপুরি কাজে লাগাতে পারার ব্যাপারে আশাবাদী সাবেক পেসার মিজানুর। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ভালো খেলা শিষ্যদের উপর তার আস্থা আরও বাড়িয়েছে।আমরা এমন একটা অবস্থা তৈরি করেছি, যাতে মনে হচ্ছে এবার আমরা কিছু একটা করব। উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে। ২৪ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে