শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫, ১২:০১:৩৭

মেসিকে দেখে অন্যগ্রহের ফুটবলার মনে হয়: রাফিনহার

মেসিকে দেখে অন্যগ্রহের ফুটবলার মনে হয়: রাফিনহার

স্পোর্টস ডেস্ক : এবারের ফিফা-ব্যালন ডিঅর পুরস্কারের ৩ জনের চূড়ান্ত তালিকায় মেসি-রোনালদোর সঙ্গে জায়গা করে নেওয়া ব্রাজিলের এ ফুটবল সেনসেশনকে বিশ্বের সেরা ফরোয়ার্ড হিসেবে মেসিকে দেখছেন ক্লাব সতীর্থ বার্সার রাফিনহা। জানুয়ারির ১১ তারিখ জুরিখের জমকালো অনুষ্ঠানে বোঝা যাবে কার হাতে উঠছে ব্যালন ডিঅরের পুরস্কার। গত ৭ বছর এই বর্ষসেরার পুরস্কার মেসি আর রোনালদো ভাগাভাগি করে নিয়েছেন। বিশ্ব ফুটবল এবার দেখার অপেক্ষায় মেসি তার শীর্ষস্থান ধরে রেখে নিজেকে আরও দূরে নিয়ে যাবেন, নাকি রোনালদো মেসিকে ধরে ফেলবেন, নাকি নতুন ফুটবলার হিসেবে মেসি-রোনালদোকে টপকে যাবেন নেইমার। তবে, রাফিনহার বিশ্বাস আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসির হাতেই উঠবে ব্যাল ডিঅরের পুরস্কার। মেসিকে আমার কাছে অন্যগ্রহের ফুটবলার মনে হয়। ভবিষ্যতে নেইমার বিশ্বের এক নম্বর ফুটবলার হতে যাচ্ছে। কিন্তু, বর্তমান বিশ্বফুটবলে মেসিই এক নম্বর। গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে কাতালানদের হয়ে ৫১ ম্যাচে ৩৯ গোল করেছেন নেইমার। চলতি মৌসুমে ১৬ গোল করেছেন ১৯ ম্যাচ খেলে। গত মৌসুমে দলকে ট্রেবল শিরোপা পাইয়ে দিতে মেসি ৫৭ ম্যাচে গোল করেছেন ৫৬টি। আর চলতি মৌসুমে প্রায় দুইমাস দলের বাইরে থাকলেও ১৭ ম্যাচে ১২ গোল করেছেন আর্জেন্টাইন ফুটবলের এ সুপারস্টার। - ২৪ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে