শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫, ০৮:১২:০৫

যে কারণে কিশানই ‘আগামীর ধোনি’

যে কারণে কিশানই ‘আগামীর ধোনি’

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। সে দলের অধিনায়ক করা হয়েছে ইশান কিশানকে। জাতীয় দলের অধিনায়ক ধোনির ঝাড়খণ্ড থেকেই উঠে এসেছেন কিশান। আগ্রাসী ব্যাটিং দিয়ে ইতোমধ্যেই সবার নজর কেড়েছেন ভারতীয় এই যুব ক্রিকেটার। ধোনির সঙ্গে অনেক কিছুতেই তার মিল। একই অঞ্চলের। উইকেটকিপার-ব্যাটসম্যান। সঙ্গে নেতৃত্ব। আর কী চাই! ভারতীয় মিডিয়ায় কিশানই ‘আগামীর ধোনি’। অবশ্য ধোনির মতো মিডল বা লোয়ার মিডল অর্ডার নয়, কিশান ব্যাটিং করেন টপ অর্ডারে। পার্থক্য আরেকটি আছে। এই ‘ধোনি’ বাঁহাতি। গত আট বছর ধরে ভারতকে নেতৃত্ব দেওয়া ধোনি যখন অধিনায়কত্বের শেষ অধ্যায়ে দাঁড়িয়ে আছেন বলে অনেকেরই অনুমান, ঠিক সেই সময়েই কিশানের ভবিষ্যৎ ‘জাতীয় দল’কে নেতৃত্ব দেওয়া হয়তো ভবিষ্যতেরই আরেকটি ইঙ্গিত। কে না জানে, আজকের বিরাট কোহলি আলোচনায় এসেছিলেন ভারতকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতিয়েই। কিশানের নেতৃত্ব কোহলির সাফল্যের মতোই হবে কি না, সেটি জানা যাবে ১৪ ফেব্রুয়ারি। ওই দিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপের ফাইনাল। তবে কিশান এরই মধ্যে আগ্রাসী ব্যাটিং দিয়ে রঞ্জিতে নজর কেড়েছেন সবার। সেই সূত্রেই মাত্র ১৭ বছর বয়সেই অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছিলেন। আর বিশ্বকাপের ঠিক আগে আগেই তো দলের অধিনায়কও বনে গেলেন! এই দিক দিয়ে ধোনির চেয়ে এগিয়ে আছেন কিশান। ধোনি কিন্তু অধিনায়ক হওয়া দূরের কথা, অনূর্ধ্ব-১৯ দলে ডাক পাননি কখনো। ঝাড়খণ্ডের গর্ব ধোনি তো ভারতকে দুটি বিশ্বকাপ জিতিয়েছেন। তবে ইশান কতটুকু যাবেন, তা ভবিতব্যই বলে দেবে। ২৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে