শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫, ০৮:১৭:০৬

দুই দশক পর যেভাবে ক্রিকেটে ফিরলেন ইমরান খান

দুই দশক পর যেভাবে ক্রিকেটে ফিরলেন ইমরান খান

স্পোর্টস ডেস্ক : দুই দশকের বেশি সময় পর আবার ক্রিকেট জগতে ফিরেছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং তেহরিকে ইনসাফ দলের প্রধান ইমরান খান। তবে এবার ক্রিকেট খেলোয়াড় হিসেবে নয় বরং আসছেন ক্রিকেট দলের স্বত্ত্বাধিকারি বা ফ্র্যাঞ্চাইজি হয়ে। আসন্ন পাকিস্তান সুপার লীগ বা পিএসএল-এ তিনি হয়েছেন পেশোয়ার জালমি দলের স্বত্ত্বাধিকারী। এ দলের নেতৃত্বে রয়েছেন পাকিস্তান টি-২০ দলের অধিনায়ক ও বিশ্ববিখ্যাত হার্ডহিটার ব্যাটসম্যান আফ্রিদি। ইমরান খানের ক্রিকেট জগতে ফিরে আসাকে পিএসএল কর্তৃপক্ষ ‘মহান সংযুক্তি’ বলে টুইটার বার্তায় মন্তব্য করেছে। পেশোয়ার জালমি দলে শহীদ আফ্রিদির নেতৃত্বে যারা খেলবেন তারা হচ্ছেন- উমর গুল, ইমরান খান জুনিয়র, ওয়েস্ট ইন্ডিজের ‘বিগ হিটিং অলরাউন্ডার’ ড্যারেন সামি, বাঁহাতি ফাস্টবোলার ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, সাবেক টি-২০ অধিনায়ক মোহাম্মাদ হাফিজ এবং বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। পিএসএল টুর্নামেন্ট শুরু হবে আাগমী ফেব্রুয়ারি মাসে এবং এতে পাঁচটি দল অংশ নেবে। আগামী ২৪ ফেব্রুয়ারি দুবাই ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে