শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫, ০৩:৪০:১০

ঢাকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বানচালে ষড়যন্ত্র করছে যে দেশ

ঢাকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বানচালে ষড়যন্ত্র করছে যে দেশ

স্পোর্টস ডেস্ক : নতুন বছরের শুরুতেই বাংলাদেশে অনুষ্ঠিত হবে আইসিসি আয়োজিত বিশ্বকাপের টুর্ণামেন্ট। আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশের নিরাপত্বা ব্যবস্থা পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এগিয়ে যাচ্ছে সফলভাবে এই বিশ্বকাপ আয়োজনের দিকে। দেশের ক্রিকেটাররা দেশের মাটিতে শিরোপা রাখার জন্য প্রস্তুতি সারছে। আইসিসির সদস্যভূক্ত বিভিন্ন দেশ বাংলাদেশে আসার জন্য দল ঘোষণা করেছে। কিন্তু এর আগে ষড়যন্ত্রকারী অস্ট্রেলিয়া নতুন করে ষড়যন্ত্র করছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়ে। অস্ট্রেলিয়া বাংলাদেশে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ বানচালে ষড়যন্ত করছে। এখনো দল ঘোষণা করেনি অস্ট্রেলিয়া। নিরাপত্বা প্রসঙ্গে নতুন অযুহাত খুঁজছে দেশটি। কয়েকদিন আগে অসংখ্য বিদেশি ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হয় বিপিএল। কিন্তু এর পরেও নিরাপত্বা ইস্যুতে আপত্বিকর পন্থার দিকে যাচ্ছে আস্ট্রেলিয়া। হাতে সময় নেই। ১৮ জানুয়ারির মধ্যে ঢাকায় আসার কথা সব দেশের ক্রিকেটারদের। ২৭ জানুয়ারি শুরু হবে অনুর্ধ্ব -১৯ বিশ্বকাপের লড়াই। কিন্তু এখন বিসিবিকে হতাশ করে অসি ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ার ঢাকায় আসার ব্যাপারে এখন পর্যন্ত কোনো ইতিবাচক দিক নেই বিসিবির কাছে। বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী অসি টিমকে নিয়ে উদ্বিগ্নতার কথা বলেন। ২৫ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে