শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫, ০৫:২৪:০৬

মিরপুরের সেই অভিশপ্ত রাতের কথা এখনো ভুলেননি যুবরাজ

মিরপুরের সেই অভিশপ্ত রাতের কথা এখনো ভুলেননি যুবরাজ

স্পোর্টস ডেস্ক: ভারতের মাটিতে তিন মাস পর শুরু হবে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পঞ্চম আসর। ঘরের মাঠে এ বিশ্বকাপ খেলার আগেই ভারতী জাতীয় দলে প্রত্যাবর্তন ক্রিকেটার যুবরাজ সিংহের হৃদয় উঁকি দিয়েছে ২০১৪ সালে বাংলাদেশ অনুষ্ঠিত হওয়া টি-২০ বিশ্বকাপের কথা। ২০১৪ সালে টি-বিশ্বকাপে ফাইনাল ম্যাচে ঘটে যাওয়া মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে সেই অভিশপ্ত রাতের কথা এখনো ভুলেননি তিনি। সেদিন মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে কী হয়েছিল, যা এখনো মনে রেখেছে যুব। মিরপুরে ফাইনালে তার ব্যথার জন্য শ্রীলঙ্কার কাছে হারতে হারতে হয়েছে ভারতকে। সেই ম্যাচে তিনি ব্যাট হাতে করেছিলেন ২১ বলে ১১। ম্যাচের পর রাতারাতি বন্দিত নায়ক থেকে হয়ে গিয়েছিলেন খলনায়ক। সদ্য ভারতীয় বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে একটি পোস্ট দেন যুবরাজ সিংহ। সেখানে যুবরাজ লিখেছেন, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষটা ভাল হয়নি। ফাইনালে খুব খারাপ খেলেছিলাম আমি। ব্যাপারটা সব সময়ই আমার মাথায় ঘোরাফেরা করে। তারপর থেকে নিজের ব্যাটিং, ফিল্ডিং ও ফিটনেস নিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে। দেড় বছর ধরে সেই সাধনার সুফল আশা করছি আগামী মারকুটে দেখা যাবে। ২৫ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে