শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫, ০৬:০২:২২

রেকর্ড করেও নির্বাচকদের মন জয় করতে পারেননি শন মার্শ

রেকর্ড করেও নির্বাচকদের মন জয় করতে পারেননি শন মার্শ

স্পোর্টস ডেস্ক: হোবার্টে ওয়েস্ট ইন্ডিজের বিপেক্ষ প্রথম টেস্টে দুর্দান্ত এক ইনিংস খেলে ইতিহাস গড়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনিং ব্যাটসম্যান শন মার্শ। সেই টেস্ট মার্শ ও অ্যাডাম ভোজেস মিলে ১৮২ রানের একটি জুটি গড়ে রেকর্ড করেন। ইতিহাসে সব মিলিয়ে ষষ্ঠ সেরা জুটিও এটি। আবার এই জুটি মাত্র তিন রানের জন্য ভাংতে পারেনি স্যার ডন ব্র্যাডম্যান ও বিল পনসফোর্ডের ১৯৩৪ সালে গড়া অস্ট্রেলিয়ার সর্বকালের সর্বোচ্চ জুটি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে,আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টে নেই শন মার্শ। হোবার্ট টেস্টে উসমান খাজার ইনজুরির সুযোগেই দলে এসেছিলেন তিনি। বক্সিং ডে টেস্টে খাজা ফিরছেন। সে কারণে দল থেকে বাদ পড়েছেন মার্শ। জীবনের সেরা ফর্মে থাকা মার্শকেই অস্ট্রেলিয়ার নির্বাচকরা বাদ দিয়েছেন। বেচারা মার্শ হয়তো এখন ভাবছেন, কী দোষ ছিল আমার?’ ১৮২ রানের জুটির রেকর্ড করেও নির্বাচকদের মন জয় করতে পারলাম। ২৫ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে