শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫, ০৬:৫০:৫১

শনিবার বাংলাদেশের বাঁচা-মরার লড়াই

শনিবার বাংলাদেশের বাঁচা-মরার লড়াই

স্পোর্টস ডেস্ক : কঠিন সময়ের মুখোমুখি বাংলাদেশ। নতুন কোচ মারুফুল হকের দল সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছে ৪-০ গোলে। শনিবার কেরালায় গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন মালদ্বীপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ফুটবল দল। সেমিফাইনালে খেলার আশা ধরে রাখতে হলে 'বি' গ্রুপের এ ম্যাচ জিততে হবে মামুনুল ইসলামের দলকে। নইলে বেজে যাবে বিদায়ের ঘণ্টা। গত দুই আসরেরও প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। মারুফুলের অধীনে তিন সপ্তাহ কোচিং করেছে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে দলটি জানিয়েছিল, তারা সাফে আবার সাফল্য তুলে নিতে প্রস্তুত। কোচ মারুফ দলটাকে গুছিয়ে নিতে পেরেছেন। কিন্তু ত্রিবান্দ্রাম ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ২০০৩ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশের খেলায় তার প্রমাণ মেলেনি। আফগানদের নিয়েই বড় ভয় ছিল বাংলাদেশের। তাদের কাছে বলা যায় একরকম আত্মসমর্পণই করেছে বাংলাদেশ দল। মালদ্বীপ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৬০ নম্বরে। বাংলাদেশের চেয়ে ২২ ধাপ এগিয়ে। অভিজ্ঞ আলি আশফাকের নেতৃত্বে দলটি শিরোপার দাবিদারের মতোই শুরু করেছে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। ভুটানের সাথে গ্রুপ পর্বের প্রথম খেলায় তারা জিতেছে ৩-১ গোলে। গোল করেন আশফাক, ইমজ আহমেদ ও আসাদুল্লা আব্দুল্লাহ। তবে ভুটানের বিপক্ষে গোলের ব্যবধানটা আরো বড় হতে পারতো। কিন্তু ফিনিশিংয়ের অভাবে তা নম্ভব হয়নি। পুরো খেলায় ছিল তাদের আধিপত্য। তবে বেশির ভাগ সময় তাদের মালদ্বীপের গোছানো আক্রমণ সামলাতে হয়েছে। মালদ্বীপকে কীভাবে সামলাবে বাংলাদেশ? ফুটবল গোলের খেলা। এ খেলায় মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের মাঝমাঠ ও ফরোয়ার্ড লাইনের বড় ভূমিকা পালন করতে হবে। তবে দুই প্রতিপক্ষের প্রথম ম্যাচ বিবেচনায় মালদ্বীপই কিন্তু এগিয়ে। ২৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে