শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫, ০৮:৩০:২৩

উইকেটকিপার কুশল পেরেরার জন্য দুঃসংবাদ

উইকেটকিপার কুশল পেরেরার জন্য দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক : উইকেটকিপার কুশল পেরেরার জন্য দুঃসংবাদ, নিষিদ্ধ ওষুধ নেয়ার অপরাধে শ্রীলঙ্কার উইকেটকিপারকে চার বছরের জন্য নির্বাসনে পাঠাল আইসিসি। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকেরা জানিয়েছেন, কুশল পেরেরাকে নির্বাসনে পাঠানোর কথা আইসিসি আমাদের জানিয়েছে। যাতে ওর শাস্তি কিছুটা কমানো যায়, আমরা তার জন্য আইসিসির কাছে অনুরোধ করবো। শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন খবর জানা গেছে। আইসিসি সূত্র জানায়, পেরেরার মূত্রের নমুনার (বি-স্যাম্পেল) রিপোর্ট পজিটিভ। নিষিদ্ধ ড্রাগের নমুনা পাওয়া গেছে। এ নিয়ে শ্রীলঙ্কার দ্বিতীয় কোনো ক্রিকেটার ডোপিংয়ের কারণে শাস্তি পেল। এর আগে ২০১১ সালের বিশ্বকাপের সময় বাঁ-হাতি ব্যাটসম্যান উপল থারেঙ্গাকে একই কারণে তিন মাসের জন্য নির্বাসনে পাঠিয়েছিল আইসিসি। নিউজিল্যান্ডের সঙ্গে সদ্য শেষ হওয়া সিরিজে যদিও দলে ছিলেন না উইকেটকিপার কুশল পেরেরা। নিউজিল্যান্ডের কাছে ২-০ সিরিজ হারে শ্রীলঙ্কা। ২৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে