মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০, ০৫:৩২:০২

ভারত সফরে সিরিজ জিতবে অস্ট্রেলিয়া : ভবিষ্যদ্বাণী রিকি পন্টিংয়ের

ভারত সফরে সিরিজ জিতবে অস্ট্রেলিয়া : ভবিষ্যদ্বাণী রিকি পন্টিংয়ের

স্পোর্টস ডেস্ক : ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বি'রু'দ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারের থেকে শিক্ষা নিয়ে অ্যারন ফিঞ্চদের মুখোমুখি ভারত। কিন্ত সম্প্রতি বিশ্বকাপ কিংবা তার পরবর্তী সময়ে টেস্ট ক্রিকেটে তাদের সাফল্যকে সঙ্গী করে ভারত সফরে ভালো করবে অস্ট্রেলিয়া। এমনকি, ভারত সফরে বিরাটদের হারানোর ক্ষমতা রয়েছে ফিঞ্চদের। 

আজ মঙ্গলবার ওয়াংখেড়েতে সিরিজের প্রথম ম্যাচের আগে এমনটাই জানালেন সাবেক বিশ্বজয়ী অধিনায়ক রিকি পন্টিং। টুইটারে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ নিয়ে ভবিষ্যদ্বাণীও করলেন দু'বারের বিশ্বজয়ী অধিনায়ক। তিনি জানালেন, বিশ্বকাপের পারফরম্যান্স এবং পরবর্তী সময়ে সম্প্রতি পাঁচদিনের ক্রিকেটে তাদের পারফরম্যান্স ভারতের বি'রু'দ্ধে মাঠে নামার আগে অনেক আত্মবিশ্বাসী রাখবে অস্ট্রেলিয়া ক্রিকেটারদের। 

ভারতও গত সিরিজে হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে। কিন্তু আমার মতে ২-১ সিরিজ জিতবে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ভারতে পা রেখেছে অজিরা। অন্যদিকে, ২০১৯ মার্চে ঘরের মাঠে এগিয়ে গিয়েও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ হারতে হয়েছিল ভারতকে। ওই সিরিজে হারের বদলা নিতে মরিয়া বিরাটদের লড়াই সিরিজে যে উপভোগ্য হয়ে উঠবে, তা আর বলার অপেক্ষা রাখে না। 

পন্টিং আলাদাভাবে যোগ করেছেন মার্নাস ল্যাবুশেনের কথা। পাঁচদিনের ক্রিকেটের নতুন ব্যাটিং তারকার ওয়ানডে অভিষেক হতে চলেছে ভারতের বিরুদ্ধেই। এ প্রসঙ্গে পান্টারের মত, পাঁচদিনের ক্রিকেটের ধারাবাহিকতা সংক্ষিপ্ত ফর্ম্যাটে বজায় রেখে সমান সফল হবে ল্যাবুশেন।
আন্তর্জাতিক ক্রিকেটে ৭১টি শতরানের মালিকের কথায়, ‘মিডল অর্ডারে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ল্যাবুশেন। স্পিনটা দুর্দান্ত খেলে ও। পাশাপাশি রানিং বিটুইন দ্য উইকেটও দারুণ। প্রয়োজনে বল হাতে সাহায্য করতেও প্রস্তুত ল্যাবুশেন। সবমিলিয়ে উপভোগ্য একটা প্যাকেজ ও।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে