রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০, ০১:০৮:২৪

বাবা শুনে আমাকে জড়িয়ে ধরে কেঁদেছেন: হাসান মাহমুদ

বাবা শুনে আমাকে জড়িয়ে ধরে কেঁদেছেন: হাসান মাহমুদ

স্পোর্টস ডেস্ক : বিপিএল খেলেই হাসান মাহমুদ ছুটে গিয়েছিলেন লক্ষ্মীপুরে, পরিবারের কাছে। চেয়েছিলেন পরিবারের সঙ্গে কটা দিন কাটিয়ে ফিরবেন ঢাকায়। কিন্তু সেই সুযোগ আর হলো না। তবে যে সুযোগটি তিনি পেয়েছেন, সেটার জন্যই তো এতদিনের অপেক্ষা! লক্ষ্মীপুরের ছেলে এখন জাতীয় দলের অংশ। 

ডানহাতি দ্রুতগতির এই পেসারকে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ দিয়েছে বিসিবি। পাকিস্তান সফরের জন্য শনিবার ঘোষিত টি-টোয়েন্টি দলে আছেন হাসান মাহমুদ। সে খবর পৌঁছামাত্র হাসানের বাড়িতে শুরু হয়েছে 'ঈদ উৎসব'। পরিবারের সবাই আপ্লুত তার অর্জনে। 

হাসান মাহমুদ বলেন, আমি বাড়িতে আছি। পরিবারের সবাই আছে, তারা সবাই খুশি। বাবা শুনে তো জড়িয়ে ধরে কান্নাকাটি করেছে। আমার চোখেও পানি চলে এসেছে। খুব আনন্দ। এটা যে কী, বলে বোঝাতে পারব না। ঈদের আনন্দ। তাদের খুশি দেখে আমার চোখে পানি চলে এসেছে। এই অনুভূতি সত্যিই অন্যরকম।

ঢাকাই ফেরার কথা জানিয়ে এই পেসার বলেন, টিভিতে নিউজ দেখলাম। আর বিসিবি থেকে আমাকে আগেই বলেছিল যে, পাকিস্তান সফরে আমি ডাক পেতে পারি। যদি ডাক পাই তাহলে যেন ১৯ তারিখ রিপোর্টিং করি। আজই রওনা দিয়ে দেব। উঠব অ‌্যাকাডেমিতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে