সোমবার, ২০ জানুয়ারী, ২০২০, ১২:২২:১৮

৭ রানে ৭ উইকেট!

 ৭ রানে ৭ উইকেট!

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় চলছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ। গতকাল মেলবোর্ন রেনেগেডস ও ব্রিসবেন হিট মধ্যকার ম্যাচে অবিশ্বাস্য এক ম্যাচ দেখেছে ক্রিকেট বিশ্ব। পাওয়া প্লেতে বিনা উইকেটে ৮৪ রান। সেখান থেকে মাত্র ১২০ রানে অলরাউট হয়ে গেছে ব্রিসবেন। শেষ সাত উইকেট হারিয়েছে মাত্র সাত রানে। এদিন মেলবোর্ন রেনেগেডসের অবিশ্বাস্য জয়ের নায়ক ক্যামেরন বয়েস।

১৬৫ রানের লক্ষ্য তাড়ায় ব্রিসবেনের দুই ওপেনার স্যাম হিজলেট ও ক্রিস লিন পাওয়ার-প্লের ৬ ওভারেই তুলে ফেলেছিলেন ৮৪ রান। ষষ্ঠ ওভারের শেষ বলে লিনের (১৫ বলে ৪১) বিদায়ে ভাঙে জুটি।

পরের ওভারে পরপর দুই বলে ফিরে যান এবি ডি ভিলিয়ার্স ও ম্যাট রেনশো। বিনা উইকেটে ৮৪ থেকে ব্রিসবেনের স্কোর তখন ৩ উইকেটে ৮৬, ২ রানে নেই ৩ উইকেট। ১৩তম ওভারে হিজলেটের (৫৬) বিদায়ে নামে আরো বড় ধ্বস। ৩ উইকেটে ১১৩ থেকে ১২০ রানেই অলআউট হয়ে যায় ব্রিসবেন। ৭ রানে হারায় শেষ ৭ উইকেট।

বিনা উইকেটে ৮৪ থেকে ১২০ রানে অলআউট, ৩৬ রানে পড়েছে ১০ উইকেট। বিগ ব্যাশের ইতিহাসে সবচেয়ে বাজে ব্যাটিং ধ্বস এটিই। ১৫ রানে ৪ উইকেট নিয়ে মেলবোর্নের দুর্দান্ত প্রত্যাবর্তনের নায়ক ক্যামেরন বয়েস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে