মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০, ১১:১৪:৫৪

ওয়ানডে বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে বাংলাদেশ!

ওয়ানডে বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক: আইসিসির বড় ইভেন্টগুলো গত ২০১৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ভাগ করে নেয় বিগ থ্রি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত। কিন্তু ২০২৪ সাল থেকে এই নিয়ম আর থাকছেনা। আগামী ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত আইসিসির ইভেন্টগুলোর আয়োজক দেশ নির্ধারণ হবে বিডিং সিস্টেমের মাধ্যমে। যেখানে বাংলাদেশের লক্ষ্য ২০২৩ বিশ্বকাপের পরের বিশ্বকাপটি এককভাবে বিডিং করে নিজেদের দেশে নিয়ে আসা।

এদিকে আগামী ২০২৪ থেকে ২০৩১ এই আট বছরে ছেলেদের ও মেয়েদের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-১৯ যুবদল মিলিয়ে মোট ২৪টি ইভেন্টের জন্য বিডিং প্রক্রিয়ায় যাবে আইসিসি। বাংলাদেশ এই প্রক্রিয়ায় যাবে বলে আগ্রহটা আগেই জানিয়ে দিয়েছে বিসিবি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে