শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫, ১১:৩১:০০

নতুন ঘোষণায় সাকিব-মাশরাফিরা বেতন পাচ্ছেন কত?

নতুন ঘোষণায় সাকিব-মাশরাফিরা বেতন পাচ্ছেন কত?

স্পোর্টস ডেস্ক : ২০১৬ সালের জন্য ১৫ জন ক্রিকেটারের সাথে বিশেষ চুক্তি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৬ টি ক্যাটাগরিতে ক্রিকেটোরদের ভাগ করবে বিসিবি। ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ বাড়ানোর জন্য প্রস্তাব করা হয়েছে। ক্রিকেটারদের বেতন কাঠানো পুনঃনির্ধারন করবে বিসিবি। এর আগে ‘এ প্লাস’ ক্যাটাগরির ক্রিকেটাররা ২ লাখ টাকা করে বেতন পেতেন। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিক রহিম ও মাশরাফি বিন মুর্তজা পেতেন এই বেতন। প্রস্তাবিত নতুন ঘোষণায় আড়াই লক্ষ হবে ‘এ প্লাস’ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন। এই প্রস্তাব অনুমোদনের অপেক্ষায়। ২০১৫ সালের হিসাবে‘এ’ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের মাসিক বেতন হিসাব ১ লাখ ৭০ হাজার টাকা করে পান কেবল রিয়াদ। ‘বি’ ক্যাটাগরিতে ১ লাখ ২০ হাজার করে পান রুবেল হোসেন, ইমরুল কায়েস ও নাসির হোসেন। ‘সি’ ক্যাটাগরিতে ৯০ হাজার টাকা পান মুমিনুল হক, শফিউল ও এনামুল হক বিজয়। তাইজুল ইসলাম, আল আমিন ও আরাফাত সানী ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটার হিসাবে ৬০ হাজার টাকা করে পান। প্রস্তাবিত প্রস্তাবটি অনুমোদন হলেই ওই হারে বেতন বাড়বে প্রত্যেকের। তবে এই তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে দুইজনকে বাদ দিতে পারে বিসিবি। মুস্তাফিজসহ আরো দুই একজন প্রবেশ করবেন চুক্তিতে। কে কে বাদ পড়ছেন আর নতুন করে যারা সুযোগে পাচ্ছেন সেটি শিগগিরই জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২৬ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে