শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০, ০৪:৫৬:১৮

শেষ পর্যন্ত ১৪১ রান করল বাংলাদেশ

শেষ পর্যন্ত  ১৪১ রান করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আজ প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ-পাকিস্তান। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও মোহাম্মদ নাঈম শেখ। উইকেট ধরে রেখে দারুণভাবে খেলে যাচ্ছিলেন এই দুইজন। তবে রান আউটের শি'কার হয়ে ফিরেন তামিম।

৩৪ বলে ৪ চার ও ১ ছয়ে ৩৯ রান করে রান আউটের শি'কার হয়ে ফিরেন তামিম। এরপর নাঈমের সঙ্গে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নেন লিটন। কিন্তু ইনিংস বড় করতে ব্যর্থ হন লিটন। ১২ রান করে রান আউটের শি'কার হয়ে ফিরেন তিনি।

লিটনের ফেরার পর ফিরেন নাঈমও। তিনি ৪১ বলে ৩ চার ও ২ ছয়ে শাদাবের বলে ইফতেখারের হাতে ক্যাচ দিয়ে ফিরেন নাঈম। ৯ রান করে হারিসের বলে বোল্ড হয়ে ফিরেন আফিফ। অন্যদিকে শাহীন আফ্রিদির বলে বো'ল্ড হয়ে ফিরেন সৌম্য।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান করে বাংলাদেশ। জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১৪২ রান। মাহমুদউল্লাহ ১৯ ও মিঠুন ৫ রানে অপরাজিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে