শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০, ১২:৩১:১৪

পিচ নিয়ে ক্ষো'ভ ছাড়লেন ইনজামামও, সমর্থন জানালেন রিয়াদের অভি'যোগের প্রতিও

পিচ নিয়ে ক্ষো'ভ ছাড়লেন ইনজামামও, সমর্থন জানালেন রিয়াদের অভি'যোগের প্রতিও

স্পোর্টস ডেস্ক: লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামের আগের পরিসংখ্যান বলছিল এই পিচে সব সময়ই ম্যাচ হয় হাই স্কোরিং। স্পোর্টিং উইকেটে ব্যাটসম্যানরা সবসময় পায় সুবিধা। কিন্তু সেই উইকেটেই বিপরীত চিত্র দেখা গেল শুক্রবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিতে।

ক্রিকেটের এই ছোট্ট সংস্করনে যেখানে দর্শকরা মাতেন চার-ছক্কার আনন্দে সেখানে পাকিস্তানি কোন ব্যাটসম্যানই হাঁ'কাতে পারলেন না কোন ছক্কা। পুরো ম্যাচে যে ৩ ছয় সেটা বাংলাদেশের। তবুও হেরেছে বাংলাদেশই। আর ম্যাচ শেষে মাহমুদউল্লাহর ও অভি'যোগ অদ্ভুত উইকেট নিয়ে। এবার রিয়াদের সাথে যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেকরাও।

উইকেটের এমন আচরন টি-টোয়েন্টিতে কাম্য নয় বলেই মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম। এক ইউটিউব চ্যানেলে নিজের সব রাগ উগড়ে দিলেন সাবেক এই ব্যাটসম্যান, ‘আমার কাছে কোনোভাবেই এটাকে টি-টোয়েন্টি ম্যাচ মনে হয়নি। কিউরেটরদের অনুরোধ করছি, তারা যেন ভালো পিচ বানায়। লোকজন টি-টোয়েন্টি ম্যাচে চার-ছক্কা দেখতে আসে। এই পিচ ছিল ভীষণ কঠিন, ১৪২ রানকেই বিশাল লক্ষ্য মনে হচ্ছিল।’

১৯০ কিংবা ২০০ রানের পিচ চান ইনজামাম, ‘আমাদের এমন পিচ দরকার যেখানে গড়ে ১৯০ কিংবা ২০০ রান ওঠে। এতে করে ব্যাটসম্যানরা যেমন বড় স্কোর করতে পারবে, তেমনি বোলাররা বুঝতে পারবে কিভাবে ফ্লাট উইকেটে তাদের পরিস্থিতি সামাল দিতে হয়।’ উদাহরণ হিসেবে তিনি অস্ট্রেলিয়াকে সামনে এনেছেন, ‘টি-টোয়েন্টিতে কিন্তু অস্ট্রেলিয়া ফ্লাট উইকেট বানায়, রানও ওঠে প্রচুর। আমাদের এটা অনুসরণ করা উচিত।’

তার সাথে পাকিস্তানের সাবেক আরেক অধিনায়ক লতিফের কণ্ঠেও একই সুর। লাহোরের প্রথম ম্যাচ তার কাছে টি-টোয়েন্টি সুলভ লাগেনি, ‘শীতকালে ভালো পিচ বানানো কঠিন। তবে পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) চেষ্টা করলে ১৬০ কিংবা ১৭০ রানের পিচ বানাতে পারে। আমরা কিন্তু ২০০ রানের পিচ চাইছি না। তবে বর্তমান ক্রিকেটে ১৪০ রান টি-টোয়েন্টির জন্য খুবই কম স্কোর।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে