শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫, ০২:০৬:০৯

সেঞ্চুরি পেলেন যারা, যে দেশের বিপক্ষে বেশি সাফল্য

সেঞ্চুরি পেলেন যারা, যে দেশের বিপক্ষে বেশি সাফল্য

স্পোর্টস ডেস্ক : ২০১৪ সাল ছিল ব্যর্থতার বছর। কিন্তু এর পরের বছরটি খুবই সাফল্যের। বাংলাদেশের ক্রিকেটে এখন পর্যন্ত সেরা বছর এটি। বাংলাদেশ এই বছরে বেশ কয়েকজন ভালো ক্রিকেটারকে খুঁজে পায়। সেঞ্চুরির দিক থেকেও বেশি এগিয়ে ২০১৫ সাল। একটা সময় সেঞ্চুরি করাকে আকাশ কুসুম ভাবা হত। সময় বদলে যাওয়ায় এখন হরহামেশা সেঞ্চুরি করতে পারেন যে কোনো ব্যাটসম্যান। তামিম ইকবাল এবার দুটি সেঞ্চুরি করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদও দুটি সেঞ্চুরির দেখা পান। মুশফিকের ব্যাটেও আসে দুটি সেঞ্চুরি। সৌম্য সরকারও সেঞ্চুরি করেছেন। তামিম পাকিস্তানের বিপক্ষে করেন দুটি সেঞ্চুরি। রিয়াদ ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেন। মুশফিক পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করেন। সৌম্য সরকার সেঞ্চুরি করেন পাকিস্তানের বিপক্ষে। সেঞ্চুরির দিক থেকে সবচেয়ে বেশি সাফল্য এসেছে পাকিস্তানের বিকক্ষে। ৭ টি সেঞ্চুরির মধ্যে ৪ টিই আসে পাকিস্তানের বিপক্ষে। এর আগে কোনো বছরে ৪টির বেশি সেঞ্চুরি আসেনি। ২৬ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে