সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০, ০৫:১১:৩৩

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, ড্রেসিংরুম থেকে বিমানবন্দরে টাইগাররা

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, ড্রেসিংরুম থেকে বিমানবন্দরে টাইগাররা

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ খেলাটি পরিত্য'ক্ত হয়। সোমবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টসও হয়নি। টানা বৃষ্টি হওয়ার কারণে বিকাল পাঁচটার ঠিক কিছু আগে ম্যাচটি পরিত্য'ক্ত ঘোষণা করেন আম্পায়াররা। তবে তৃতীয় ম্যাচের আগেই প্রথম দুই খেলায় টানা জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক পাকিস্তান।

ভ্রমণ ক্লা'ন্তি কমাতে বিশেষ বিমান ভাড়া করে মাহমুদউল্লাহদের পাকিস্তানে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মেঘদূতে করে ২২ জানুয়ারি রাতে লাহোরে অবতরণ করেন তারা। তাতেই ২৮ জানুয়ারি ফেরার কথা ছিল তাদের। তবে প্রতি'কূল পরিবেশের কারণে সোমবার গভীর রাতে ফিরছেন টাইগাররা। 

এদিন সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলেই দেশের উদ্দেশে রওনা দেয়ার কথা তাদের। পাকিস্তানের কাছে প্রথম দুই ম্যাচে পরাজিত হয়ে ইতিমধ্যে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ।স্বভাবতই হোয়াইটওয়াশের ল'জ্জা এড়ানোর মিশন নিয়ে শেষ ম্যাচ খেলতে নামবেন মাহমুদউল্লাহরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বিকাল ৩টায়। তবে বৃ'ষ্টির কারণে খেলাটি পরিত্য'ক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

পাকিস্তানে একরকম চার দেয়ালের মধ্যে ব'ন্দি থাকতে হচ্ছে মাহমুদউল্লাহদের। হোটেল টু মাঠে সীমাবদ্ধ থাকছে তাদের চলাফেরা। ফলে খেলা শেষ করেই দেশে ফিরতে উদ'গ্রীব হয়ে উঠেছেন তারা। ব'ন্দিজীবন থেকে মুক্তি চাচ্ছেন বাংলাদেশ খেলোয়াড় ও কোচিং স্টাফরা। শনিবার বিসিবি পরিচালক আকরাম খান বলেন, হোটেলে বসে থাকতে ভালো লাগছে না। জীবনটা যেন কয়েকদিনেই এক'ঘেঁয়ে হয়ে গেছে। এ থেকে চটজলদি মুক্তি দিতে সিরিজের তৃতীয় ম্যাচ শেষ করেই লাহোর বিমানবন্দরে যাব আমরা। রাতেই দেশের উদ্দেশে রওনা হবেন বাংলাদেশ টিম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে