বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০, ০৬:০৭:৩৩

৪ বলে ২ রান করতে পারলো না নিউজিল্যান্ড!

৪ বলে ২ রান করতে পারলো না নিউজিল্যান্ড!

স্পোর্টস ডেস্ক : প্রথমে ব্যাট করতে নেমে বড় টার্গেটই দিয়েছিলো ভারত। কিন্তু ঘরের মাঠে রান তাড়া ভালোভাবেই করেছিলো নিউজিল্যান্ড। কিন্তু শেষ দিকের নাটকীয়তায় হার মানতে হলো স্বাগতিকদের। হ্যামিল্টনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে শেষ ওভারে কিউইদের জয়ের জন্য দরকার ছিল ৯ রান। 

মোহাম্মদ শামির ওই ওভারের প্রথম বলেই বিশাল এক ছক্কা হাঁকান রস টেইলর। ম্যাচ চলে যায় নিউজিল্যান্ডের দিকে। পরের বলে সিঙ্গেল নেন টেইলর। শেষ ৪ বলে দরকার ছিলো মাত্র ২ রান। হাতে ৬ উইকেট। ভারত তখন নিশ্চিত হারের মুখে। কিন্তু ক্রিকেটে অসম্ভব বলে যে কিছু নাই! ওভারেই তৃতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সেট ব্যাটসম্যান উইলিয়ামসন।

৬৮ বলে ৮ চার আর ৬ ছক্কায় ৯৫ রান করে কিউই অধিনায়ক ফেরার পরই ঘুরে যায় ম্যাচ। নতুন ব্যাটসম্যান টিম শেইফার্ট ওভারের চতুর্থ বলটি মিস করেন। পরের বলও মিস। পায়ে লেগে কোনোমতে এক রান নেন শেইফার্ট। ম্যাচ তখন টাই। শেষ বলে দরকার ১ রান। কিন্তু ওই বলে টেইলরকে বোল্ড করে দেন মোহাম্মদ শামি। শ্বা'সরু'দ্ধকর ম্যাচটি শেষ হয় টাইয়ের মাধ্যমে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন ভারতের ওপেনার রোহিত শর্মা। স্বাচ্ছন্দে খেলছিলেন আরেক ওপেনার লোকেশ রাহুলও। উদ্বোধনী জুটিতে দুজনে মিলে দলকে এনে দেন উড়ন্ত সূচনা। ৯ম ওভারের শেষ বলে রাহুল যখন নিউজিল্যান্ডের প্রথম সাজঘরে ফিরছেন, দলীয় সংগ্রহ তখন ৮৯। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৭৯ রান। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে