শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫, ০৫:০৫:২৯

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের ফরমেট পরিবর্তন

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের ফরমেট পরিবর্তন

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজের ফরমেট পরিবর্তন করে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জনুয়ারিতে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টেস্ট নয়, শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি এ সভাপতি বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তাবিত টেস্ট ম্যাচটি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দেশে কিংবা দেশের বাইরে অনুষ্ঠিত হতে পারে। গত বুধবার বিসিবির বোর্ড সভা শেষে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট এবং তিন টি-টোয়েন্টির সিরিজ খেলাবে বলে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রস্তাবিত সিরিজের সম্ভাব সূচিও পাঠিয়ে দেয়া হয়েছে জিম্বাবুয়ে বোর্ডর কাছে। তবে পাপন জানালেন জানুয়ারিতে টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা থাকলেও, এখন আর হচ্ছে না। সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি খেলা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর। ২৬ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে