শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫, ০৫:৫৪:৩৯

সেই আক্ষেপটা এখনো তাড়া করে টাইগার জুবায়েরকে

সেই আক্ষেপটা এখনো তাড়া করে টাইগার জুবায়েরকে

স্পোর্টস ডেস্ক: নিজেদের ঘরের মাঠে সদ্যশেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর তৃতীয় আসর। সতীর্থ অনেক খেলোয়াড় যখন মাঠের লড়াইয়ে ব্যস্ত, তখন দর্শকের ভূমিকায় ছিলেন জাতীয় দলের স্পিনার জুবায়ের হোসেন লিখন। বিপিএল খেলতে না পারার আক্ষেপটা তাড়িয়ে বেড়াচ্ছে টাইগার জুবায়েরকে। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে টেস্ট ও ওয়ানডেতে অভিষেক তার। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের একটি বছর পার করার পর টাইগার জুবায়ের লক্ষ্য ছিলো বছর শেষে ঘরে মাঠে বিপিএল খেলা। কিন্তু,শেষ পর্যন্ত বিপিএলে খেলা হয়নি লিখনের। বিপিএল খেলতে পারলে নিজের অভিজ্ঞতার ভাণ্ডারে বাড়তি আরো কিছু প্রাপ্তি যোগ করা যেতো বলে মনে করেন তিনি। সদ্যশেষ হওয়া ধুমধাড়াক্কা ক্রিকেট বিপিএলের খেলতে না পারায় এখনো আক্ষেপ রেয়ে গিয়ে তার। তবে, অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যেতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। জানিয়েছেন জাতীয় দলে জার্সি গায়ে বহুদূর এগিয়ে যাওয়ার ইচ্ছের কথা। জাতীয় দলের জার্সি গায়ে অনেকদিন সার্ভিস দেয়ার ইচ্ছ আছে এই স্পিনারের। ভবিষ্যতে পাওয়া সুযোগগুলো ভালোভাবে কাজে লাগানোর চেষ্টার কথাও জানান তিনি। ২৬ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে