শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫, ০৮:১১:০৮

বিসিবিতে টাইগারদের নিয়ে যত জল্পনা কল্পনা

বিসিবিতে টাইগারদের নিয়ে যত জল্পনা কল্পনা

স্পোর্টস ডেস্ক: আগামী বছর অনুষ্ঠিত হবে ২০১৬ এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে প্রাথমিক দল গুছিয়ে ফেলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নিবার্চকেরা। তবে প্রধান নির্বাচক আভাষ দিলেন দলে নতুন মুখের। সাব্বির, সৌম্য, বিজয়ের মত ক্রিকেটাররা বিপিএলের নজরকাড়া পারফর্ম করেই জায়গা করে নিয়েছিলেন জাতীয় দলে। এবার কার জন্য খুলবে জাতীয় দলের দরজা তা নিয়ে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে জল্পনা কল্পনা। আগামী বুধবার বিসিবির একটি বোর্ড সভায় রয়েছে। তারপর টি-২০ বিশ্বকাপ ও এশিয়া কাপের জন্য প্রাথমিক দল হিসেবে ২৫-৩০ জনের স্কোয়াড ঘোষণা করা হবে জানিয়েছেন প্রধান নিবার্চক ফারুখ আহমেদ। এদিকে, জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে টাইগারদের নিয়ে কন্ডিশনিং ক্যাম্প। সদ্যশেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো পারফর্ম করা ক্রিকেটাররা থাকছেন এ কাম্পে। বিপিএলের তৃতীয় আসরে আলো ছাড়ানো পারফর্ম করছেন বাঁহাতি উদীয়মান পেসার আবু হায়দার রনি এবং উইকেটরক্ষক ডানহাতি ব্যাটসম্যান নূরুল হাসান সোহান। তারা থাকবে এ কাম্পে। ২৬ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে