স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। জাতীয় দলের ক্রিকেটাররা তার কথা শুনেন না বলেই অভিযোগ আনেন তিনি। সর্বশেষ ভারত সফর থেকে জাতীয় দলের ক্রিকেটাররা এমনটা করছে বলেই জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ''টসে জিতলে কি নিব, কে কত নাম্বার নামবে সব ছিল আমার মুখস্ত। সেটা এখন কিন্তু নাই। এখন উল্টো হয়, যদি জিজ্ঞেস করি টসে জিতলে কি নিব? যদি বলে ফিল্ডিং নিব, খেলা শুরু হওয়ার পর দেখি ব্যাটিং নিয়েছে। আমি বুঝি না কি হচ্ছে। এটা শুরু হয়েছে ভারত থেকে। ভারতের বিপক্ষে টেস্ট থেকে এমন শুরু হয়েছে।''
সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন বিসিবি প্রধান। পাপন বলেন, ''হাথুরুসিংহে চলে যাওয়ার পর থেকেই একটা ছন্দ পতন আমরা দেখতে পেয়েছি। কেউ একাই নিয়ে গেছে খেলাটাকে। কোনো টিম ওয়ার্ক কিন্তু পাইনি। আপনি যদি খেয়াল করে দেখেন বিশ্বকাপে। তারপর তো যাচ্ছে তাই অবস্থা। এই দিক দিয়ে চিন্তা করলে একটু হোঁ'চট খেয়েছি।''