বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০, ০২:৪০:৫৪

আমরা দুই নম্বর না, আমরা বিশ্বের এক নম্বর দল: রিচার্ড স্টোনিয়ার

আমরা দুই নম্বর না, আমরা বিশ্বের এক নম্বর দল: রিচার্ড স্টোনিয়ার

স্পোর্টস ডেস্ক: রবিবার (৯ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের হয়ে দারুন পারফর্ম করেছেন আকবর আলি। ৭৭ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন এই মা'রকুটে ব্যাটসম্যান।

বিশ্বকাপ জিতে এরই মধ্যে বীরের বেশে বাংলাদেশে পা রেখেছে আকবর আলীর নেতৃত্বাধীন যুব দল। আর তাদের নানা আয়োজনে বরণ করে নেন বিসিবি ও ভক্তকুলেররা। বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের সাথে এইসময় বরণ করা হয় কোচদেরকেও।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সেলিব্রেশন শেষে স্টে'ন্থ এন্ড ক'ন্ডিশনিং কোচ রিচার্ড স্টোনিয়ার সাংবাদিকদের বলেন, ‘আমি ব্রিটিশ, কিন্তু আমি এখন বাংলাদেশি। এই ছেলেরাই ভবিষ্যৎ। আমরা এখন দুই নম্বর না, আমরা বিশ্বের ১ নম্বর দল। ঠিকাছে? (হাঁসি)’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে