বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০, ০২:৫৯:৪০

বগুড়ায় পৌঁছেই হৃদয় ও তামিম পেল বীরোচিত সংব'র্ধনা

বগুড়ায় পৌঁছেই হৃদয় ও তামিম পেল বীরোচিত সংব'র্ধনা

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হা'রিয়ে প্রথমবারের মত বিশ্বকাপ জিতেছে যুবা টাইগাররা। এই জয়ের নয়ক ছিলেন আকবর আলী, রাকিবুল, তামিম, সাকিব, হৃদয়রা।

বিশ্বকাপ শেষে গতকাল দেশে ফেরে যুবারা। তাদেরকে নিয়ে মেতেছে গো'টা জাতি। ঢাকা থেকে হৃদয় ও তামিম বগুড়ায় পৌঁছে আজ বেলা এগারোটায়। বগুড়ায় পৌঁছেই হৃদয় ও তামিমকে বী'রোচিত সংব'র্ধনা দিলো বগুড়াবাসী।

বগুড়ায় পৌঁছে তারা পর্যটন মোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেয়। এই খবর জানাজানি হলে সেখানে ক্রীকেট ভক্তদের ভীড় জমে যায়। উপস্থিত হয় মিডিয়া কর্মীরাও। বিভিন্ন প্রশ্নের জবাবে বিশ্বকাপজয়ী এই যুব ক্রিকেটারদ্বয় বলেন, দেশবাসীর ভালোবাসা ও দোয়ায় তারা এই বিরল সম্মান অর্জন করতে পেরেছেন। তবে, আমাদের এখানেই থেমে থাকলে চলবে না। এগিয়ে যেতে হবে অনেক দূর। আগামীতে যেনো আমরা বাংলাদেশের গৌরব ও মর্যাদা আরো বাড়াতে পারি সেজন্য আপনাদের দোয়া চাই।

এর পর বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা তাদেরকে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় নিয়ে আসেন। সেখানে উপস্থিত সাধারণ মানুষের সামনে সংক্ষেপে বিশ্বকাপ খেলার অ'ভি'জ্ঞতার কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, বগুড়া শহীদ চান্দু আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিল উদ্দিন, পৌর কাউন্সিলর আরিফুর রহমানসহ গণ্যমান্য ব্যা'ক্তিবর্গ। ভেন্যু ম্যনেজার জামিল উদ্দিন ঘোষণা দেন, খুব শিঘ্রই দিন তারিখ ঘোষণা করে বগুড়ার এই ক্রিকেটবীরদের আনুষ্ঠানিকভাবে সং'বর্ধনা দেয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে