শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০, ০১:২৮:৪০

বিরাট কোহলির মতো বিশ্বসেরা ব্যাটসম্যান হতে চান আকবর আলী

বিরাট কোহলির মতো বিশ্বসেরা ব্যাটসম্যান হতে চান আকবর আলী

স্পোর্টস ডেস্ক : খেলাধুলায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে ২০১২ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তি হন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। দেশের সেরা তারকা সাকিব আল হাসানকে দেখে ব্যাট ধরা শেখা আকবর হতে চান বিরাট কোহলির মতো বিশ্বের সেরা ব্যাটসম্যান। 

আকবর আলী বলেন, কোহলির মতো ব্যাটসম্যান ক্রিকেট বিশ্বে নেই। চেষ্টা করি, ওর প্রত্যেকটি ইনিংসে নজর রাখার। বিশ্বকাপের আগে ওর প্রচুর ইনিংসের ক্লিপিংস দেখেছি। কীভাবে রান তাড়া করতে হয়, ক্রিকেট বিশ্বকে শিখিয়েছে বিরাট। আমিও ওর মতো রান তাড়া করতে পছন্দ করি। এ ধরনের কঠিন পরিস্থিতির জন্যই অপেক্ষা করি।

ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছেদেন অধিনায়ক আকবর আলী। তার এমন ঠাণ্ডা মাথার ব্যাটিং দেখে ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই আকবরকে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করেছেন। এ ব্যাপারে আকবর আলী বলেন, ধোনি কিংবদন্তি। তার সঙ্গে আমার তুলনা করা ঠিক হবে না। তবে ধোনির কিপিং করার ধরন শেখার চেষ্টা করি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে