শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:৩৬:৩৭

এতিমখানায় ভ'য়া'ব'হ অ'গ্নিকা'ণ্ডে ১৫ শিশুর মৃ'ত্যু

এতিমখানায় ভ'য়া'ব'হ অ'গ্নিকা'ণ্ডে ১৫ শিশুর মৃ'ত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ক্যারিবিয়ান দেশ হাইতির একটি এতিমখানায় ভ'য়া'ব'হ অ'গ্নিকা'ণ্ডে অন্তত ১৫ শিশু প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে দেশটির রাজধানী পোর্ট-অ্য-প্রিন্সের কেন্সকফ এলাকার ওই এতিমখানাটিতে আ'গুন লাগে।

স্থানীয়দের দাবি, ফায়ার সার্ভিসের কর্মীরা আ'গুন লাগার অন্তত দেড় ঘণ্টা পর সেখানে উপস্থিত হন। তবে তারা এসেছিলেন মোটরসাইকেলে করে। তাদের কাছে আ'গুন নেভানোর মতো কোনও সরঞ্জাম ছিল না।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) জানায়, ‘চার্চ অব বাইবেল আন্ডারস্টান্ডিং’ নামে একটি অলাভজনক ধর্মীয় গ্রুপের অধীনে পরিচালিত হয় এতিমখানাটি। কিন্তু সেখানে ব্যাপক অব্যবস্থাপনা ছিল। জেনারেটর সমস্যার কারণে বিদ্যুৎ না থাকায় বৃহস্পতিবার রাতে শিশুরা মোমবাতি জ্বালিয়েছিল। সেখান থেকেই আ'গুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

নি'হ'তদের মধ্যে নবজাতক থেকে শুরু করে ১০-১১ বছরের শিশুও রয়েছে। পরে কর্মীদের বি'ক্ষোভের কারণে গ্রুপটির পরিচালিত আরেকটি এতিমখানা থেকে শতাধিক শিশুকে সরিয়ে নেয় পুলিশ।

জানা যায়, ‘চার্চ অব বাইবেল আন্ডারস্টান্ডিং’য়ের এতিমখানাগুলোতে শুধু এতিম শিশুই নয়, স্থানীয় দরিদ্রদের ছেলে-মেয়েরাও থাকত। তবে গ্রুপটির বিরুদ্ধে নানা অব্যবস্থাপনার অভিযোগ ওঠায় ২০১২ সালে এর অনুমতি বাতিল করা হয়। তারপরও তারা কার্যক্রম চালিয়ে যেতে থাকে। তাদের এতিমখানায় অসুস্থ পরিবেশ, অতিরিক্ত লোকসংখ্যা, খাবারে পুষ্টিহীনতাসহ বিভিন্ন অ'ভি'যোগের প্রমাণ পেয়েছিলেন তদন্তকারীরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে