রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ১১:২০:০৮

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বড় পরিকল্পনার কথা জানিয়েছে বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বড় পরিকল্পনার কথা জানিয়েছে বিসিবি

স্পোর্টস ডেস্ক : দৃষ্টি এখন মার্চ মাসের দিকে। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যর সাথে এই মার্চ মাসের রয়েছে অবর্ণনীয় গুরুত্ব। এই মাসেই লড়াইয়ের মাঠে বাংলাদেশ পেতে যাচ্ছে ভারত ও পাকিস্তানকে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে লড়াইয়ের মাঠে মিলবে এই চিত্র। ১৫ মার্চ ভারতের মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। এদের সাথে যোগ দিচ্ছে বাংলাদেশও! বাংলাদেশ ক্রিকেট নিজেদের একটি বড় পরিকল্পনার কথা জানিয়েছে এ নিয়ে। এশিয়াকাপ ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজকে টাইগারদের প্রস্তুতি হিসাবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সাথে ২৫-২৭ জনের একটি টিম ঘোষণা করবে বিসিবি। এই টিমের সদস্যদের নিয়ে বিশেষ অনুশীলন পর্বের আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমদ জানিয়েছেন, এরই মধ্যে এই তালিকা আমরা তৈরি করেছি আমরা। বোর্ডকে দুই একদিনের মধ্যে এটা দেখাব। ফারুক আহমদ জানিয়েছেন, দুই একজন ইয়ং স্টার রয়েছেন এই তালিকায়। তবে বিসিবির অনুমোদন না পাওয়ার আগে সেটা প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন ফারুক আহমদ। ২৭ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে