রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ১১:২৭:২২

‘আল্লাহ যেন আমার শত্রুকেও কোন দিন জেলে না নেন’

‘আল্লাহ যেন আমার শত্রুকেও কোন দিন জেলে না নেন’

স্পোর্টস ডেস্ক: সুনাম এবং দাপটের সঙ্গে জাতীয় ক্রিকেটে এগোচ্ছিলেন পেসার শাহাদাত হোসেন রাজিব। কিন্তু কলঙ্ককজনক এক ঘটনায় দুই মাসের জন্য জেলে থাকতে হয়েছে তাকে। ক্রিকেট তার মনের গহীনের বাসা বাধায় ভুলতে পারেননি ক্রিকেটকে। তিন মাসের জামিনের ফাঁকে নিজের ফিটনেস নিয়ে কাজ চালিয়ে যেতে চান তিনি। এমনকি ক্রিকেটেও ফিরে আসতে চান রাজিব। গতকাল (শনিবার) শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে, জাতীয় ক্রিকেট দলের ফিজিওর সাথে দেখা করেন শাহাদাত। সেখানেই খুব অল্প সময়ে কথা বলেন সাংবাদিকদের সাথে। তবে মামলা এখনো পুরোপুরি নিষ্পত্তি না হওয়ায় তেমন কথা বলতে চাননি তিনি। একটি জাতীয় দৈনিক পত্রিকায় বলেন, ‘আমি মুক্তি চাই, আবারো খেলায় ফিরতে চাই। মেয়েটার (হ্যাপি) ভবিষ্যতের দায়িত্ব নিতেও আমি প্রস্তত। আল্লাহ যেন আমার শত্রুকেও কোন দিন জেলে না নেন।’ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে না পারার জন্যও দুঃখ প্রকাশ করেন শাহাদাত।মন খারাপ করে বলেন, ‘খারাপ লাগছে বিপিএল মিস করেছি বলেই।’ তবে শুধু বিপিএল না খেলতে পারা নয়, শাহাদাত তার দুই মাসের কারাদন্ডে সবচেয়ে বেশি অভাববোধ করেছেন এক বছর বয়সী মেয়ে। ২৭ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে