রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০, ১১:৪৪:৫৫

বাংলাদেশ এখন ভ'য়ঙ্কর দল: ভারতের প্রধান কোচ

বাংলাদেশ এখন ভ'য়ঙ্কর দল: ভারতের প্রধান কোচ

স্পোর্টস ডেস্ক : চারবার শিরোপা জেতা ভারতকে বুড়ো আঙুল দেখিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জিতে নেয় অনূর্ধ্ব ১৯ আকবর আলীর দল। বাংলাদেশের বিপক্ষে ফাইনাল হারের আক্ষেপে এখনো পুড়ছে ভারতীয় যুবারা। যদিও দলের প্রধান কোচ পরশ মহামব্রে মনে করেন, যোগ্য দল হিসেবেই শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন আর কোনো ছোটো দল নয়, এখন ভ'য়ঙ্কর দল। ওরা বেশ ভালো ক্রিকেট খেলছে। ওরা সব সময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে অভ্যস্ত। যেভাবে ওরা ফাইনালে পৌঁছেছে তাতে বলে দেওয়াই যায় যে ওরা বেশ ধারাবাহিক ও বড়ো দল। ফাইনালে পৌঁছাতে হলে তো আপনাকে বাড়তি কিছু করতেই হবে। ওরা সেরা দল হিসেবেই বিশ্বকাপ জিতেছে।’

ফাইনালে শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে নেমেই চমকে গিয়েছিল ভারত। অলআউট হওয়ার আগে করে মাত্র ১৭৭ রান। জবাবে বাংলাদেশের লড়াইটাও ছিল বেশ কঠিন। মাত্র ১০৬ রান তুলতেই যুবারা হারিয়ে ফেলে ছয় উইকেট। এরপর, অধিনায়ক আকবর, ইমন কিংবা রাকিবুলরা মাথা ঠান্ডা করে ব্যাট করতে পারায় নিশ্চিত হয়েছে বিশ্বজয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে