রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ১২:৩৪:১৫

ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড

ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: শুরুতেই ১২ রানে ২ উইকেট এবং ৪৯ রানে আরো একটি উইকেটের পতনে কিছুটা হতাশায় ভুগেন ইংল্যান্ড। তবে নিক কম্পটন ও জেমস টেলরের ফিফটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টে ঘুরে দাঁড়িয়েছে দলটি। ডারবানে সিরিজের প্রথম এই টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের ৬৫.১ ওভারের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৭৯ রান। টেলর ৭০ রান করে আউট হলেও কম্পটন ৬৩ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী হিসেবে বেন স্টোকস অপরাজিত ৫ রানে। শনিবার ডারবানের কিংসমিডে টস জিতে খেলতে নেমে শুরুতেই ডেল স্টেইনের বোলিং তোপে পড়েন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। তৃতীয় ওভারের মাথায় ডাক মেরে মাঠ ছাড়তে হয় তাকে। অভিষিক্ত অ্যালেক্স হেলসও (১০) স্টেইনের বলেই ডি ভিলিয়ার্সকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। তখন ১২ রানেই ২ উইকেট নেই ইংল্যান্ডের। এরপর জো রুট নেমে খুব বেশি সুবিধা করতে পারেননি। ব্যক্তিগত ২৪ রানে ড্যান পিটের বলে এলবিডব্লিউ হন রুট। ৪৯ রানেই তখন ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল ইংল্যান্ড। তবে টেলরকে নিয়ে প্রতিরোধ গড়েন কম্পটন। চতুর্থ উইকেটে এই দুজন মিলে ৪৫.২ ওভারে ১২৫ রানের চমৎকার এক জুটি গড়েন। দিনের শেষ বেলায়ও ইংল্যান্ড দুর্গে আঘাত হানেন স্টেইন। গ্লাভসবন্দি হয়ে ফিরে যাওয়ার আগে ৭০ রান করেন টেলর। তার ১৩৭ বলের ইনিংসে ছিল ৯টি চার ও একটি ছক্কার মার। এরপর স্টোকসকে নিয়ে দিনের বাকি সময়টুকু নিরাপদেই কাটিয়ে দেন ৬৩ রানে অপরাজিত থাকা কম্পটন। ২৭ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে