রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ১২:৪২:৩৬

এ কারণেই কি সাফ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ?

এ কারণেই কি সাফ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক : টাইগারদের স্বপ্নভঙ্গ হয়েছে। দেশ ছাড়ার আগে দেশীয় কোচ মারুফুল হক কথা বলেন মোটা গলায়। দক্ষিণ এশিয়ান ফুটবল আসরে বাংলাদেশ ভালো খেলতেই নয় শিরোপা জয়ের জন্যই উড়াল দিচ্ছে বলে জানান তিনি। মারুফুল দায়িত্ব নিয়ে মোটেই ভাগ্য ফেরাতে পারেননি ফুটবল দলের। একের পর এক ব্যর্থতার চিত্র দেখাচ্ছেন তিনি। শনিবার মালদ্বীপের কাছে পরাজিত হওয়ায় শেষ বাংলাদেশের সাফ মিশন। মালদ্বীপের কাছে পরাজিত হওয়ার কারণ হিসাবে এখন আলোচনায় একটি প্রসঙ্গ। এই কারণেই কি ম্যাচে হেরে সাফ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ? এই প্রসঙ্গ নিয়ে তোলপাড় সৃষ্টি হচ্ছে দেশের ফুটবল অঙ্গনে। মালদ্বীপের কাছে বাংলাদেশ হেরে যায় ৩-১ গোলে। খেলার শেষের দিকটা ছাড়া ম্যাচের পুরো নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। একজন ফুটবলারকে বারবার ব্যবহার করা হয়েছে একটি গুরু দায়িত্বে। হেরে যাওয়ার পর কারণ হিসাবে অভিযোগ এটি নিয়ে। মালদ্বীপের বিপক্ষে ১০টি কর্ণার ও ৩টি ফ্রি কিক পায় বাংলাদেশ। প্রতিক্ষেত্রে শর্ট করেন জাতীয় দলের দীর্ঘদিনের ব্যর্থ অধিনায়ক মুমিনুল। বার বার শর্ট করেও সাফল্য না পাওয়ায় সৃষ্টি হচ্ছে বিতর্ক। অন্যদের দিয়ে কেন শর্ট করানো হয়নি এই অভিযোগ নিয়ে মারুফুলের কাছে প্রশ্নও করেন সাংবাদিকরা। মারুফুল জবাব দেন যে, মাঠের কাজে কোচের কি করার আছে। প্রসঙ্গত, বাংলাদেশ ফুটবল দলের কোচ ডেভিড ডি ক্রুইফের বিদায়ের পর দায়িত্ব নেন মারুফুল। কিন্তু দেশের ফুটবলাররা আরো খারাপ করেছে। মারুফুল বলেছেন আমি দেশের ফুটবলের সামনে আরো বাজে নিন দেখতে পাচ্ছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন কি পদক্ষেপ নেয় সেটা দেখার অপেক্ষায় থাকবে দেশের ফুটবলপ্রেমীরা। ২৭ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে