রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ০১:১৩:২৮

এক ইনিংসে ৫ ব্যাটসম্যানের ৪ জনেরই দুর্দান্ত সেঞ্চুরি

এক ইনিংসে ৫ ব্যাটসম্যানের ৪ জনেরই দুর্দান্ত সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট কি জিনিস সেটি হাতে কলমে দেখিয়ে দিলেন এই ক্রিকেটাররা। এক ইনিংসে ৫ ব্যাটসম্যানের মধ্যে চার জনেই করেছেন দুর্দান্ত সেঞ্চুরি। এদের মধ্যে দুই জনেই থেকেছেন অপরাজিত। আর পাহাড়ে রান চলে যাওয়ায় ইংনিংস ঘোষণা করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টে এই দাপট দেখায় স্টিভেনরা। অধিনায়ক স্টিভেন স্মিথ ১৩৪ ও ভোগেস ১০৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি করেন জো বার্নস। ১২৮ রান করেন তিনি। তিন নম্বরে ব্যাট করতে নেমে উসমান খাজা করেন ১৪৪ রান। মাত্র ৩ উইকেটে ৫৫১ রান করে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক স্মিথ। ব্যাট হাতে সেঞ্চুরি বঞ্চিত থাকেন কেবল ওয়ার্নার। জবাবে ব্যাট করতে নেমে চরম ব্যর্থতার পরিচয় দেয় ওয়েস্ট ইন্ডিজ। ৪৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৯১ আর উইকেট নেই ৬টি। প্রথম টেস্টের মত দ্বিতীয় টেস্টেও ইনিংস ব্যবধানে পরাজিত হওয়ার শঙ্কায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বোলিংয়ে অসিদের মধ্যে ২টি করে উইকেট পান প্যাটিসন, লয়ান ও সিডল। ২৭ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে