রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ০১:২৭:২২

ফুটবল মাঠে মহাত্মা গান্ধী!

ফুটবল মাঠে মহাত্মা গান্ধী!

স্পোর্টস ডেস্ক: শিরোনাম শুনেই চক্ষু চড়কগাছ। ভেবে বসেছেন এই শীতে রিপোর্টারের মাথা হয়তো একেবারে গেছে। সেই ১৯৪৮ সালের ৩০ জানুয়ারীতে মহত্মা গান্ধী মারা গেল। আর সেই ব্যাক্তি কি করে খেলার মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছেন? হ্যা। ঘটনা কিন্তু একদমই সত্য। তবে এই মহত্মা গান্ধী ভারত স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ও প্রভাবশালী আধ্যাত্মিক নেতা নন। উনি হচ্ছেন এক ব্রাজিলিয়ান ফুটবলার। মজার ব্যাপার হলো ভারতের আধ্যাত্মিক নেতা ও ব্রাজিলিয়ান খেলোয়াড়ের নামের সুন্দর মিল রয়েছে। ব্রাজিলিয়ান মহাত্মা গান্ধি সিরি এ লিগে অ্যাটলেটিকো ক্লুব গোয়াইনিজের হয়ে খেলেন। তার পুরো নাম মহাত্মা গান্ধি হেবেরপিও মাত্তোস পাইরেস। ২৩ বছর বয়সি এই তরুণ ব্রাজিলিয়ান ২০১১ সালে ক্লাবে যোগদান করার পর থেকে দলের হয়ে এই মিডফিল্ডার মোটামুটি ১০০০ মিনিট খেলে ফেলেছেন। রেকর্ডও খুব খারাপ নয়। দলের হাতে যেমন দু’বার ট্রফি তুলে দিয়েছেন, তেমনই একবার রানারআপও করেছেন। এ ফুটবলারের ভবিষ্যতে কি আছে, সেটা এখনই বলা মুশকিল হলেও নামই আপাতত বিখ্যাত করেছে তাকে। ২৭ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে