রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ০২:১৩:১৩

বিশ্বকে তাক লাগিয়ে নতুন এক ইতিহাস গড়লেন ভোজেস

বিশ্বকে তাক লাগিয়ে নতুন এক ইতিহাস গড়লেন ভোজেস

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার নতুন ক্রিকেটার। ক্রিকেটে পা রেখেই গড়েন ইতিহাস। এ বছরের জুনে অভিষেক হয় অ্যাডাম ভোজেসের। অভিষেকের দিনেই বাজিমাত দেখান তিনি। এবার ব্যাট হাতে গোটা বিশ্বকে তাক লাগিয়ে নতুন এক ইতিহাস গড়লেন ভোজেস। টেস্ট অভিষেকে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির (৩৫ বছর ২৪২ দিন) রেকর্ড করেন তিনি। আর অভিষেকের মাত্র ৫ মাস না জেতেই নতুন রেকর্ড করেন তিনি। অভিষেকের পাঁচ মাসের মধ্যেই ৪ টি সেঞ্চুরি পান ভোজেস। রান এক হাজারের উপরে। রোববার এক ইনিংসে সেঞ্চুরি করেন ৪ জন অসি ব্যাটসম্যান। তাদের একজন ভোজেস। এদিন একটি মাইলফলক স্পর্শ করেন তিনি। রোববার মেলবোর্নে বক্সিং ডে টেস্টের সুবাধে টেস্ট ইতিহাসের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষিক্ত বছরে এক হাজার বা তার বেশি রানের অনন্য কীর্তি গড়েন তিনি। এক বছরে এক হাজারেরও বেশি রান করার কীর্তি এর আগে ছিল দুই ব্যাটসম্যানের। তারা হলেন অ্যালিস্টার কুক ও মার্ক টেইলর। ২০০৬ সালে ইংলিশ তারকা অ্যালিস্টার কুক গড়েন এই কীর্তি। অন্যদিকে ১৯৮৯ সালে অভিষেক হওয়া বছরেই করেন এক হাজার রান করে অসি ক্রিকেটার মার্ক টেইলর। আর মাত্র ৫ মাসের মধ্যেই ওই ক্রিকেটারের পাশে নাম লেখান অ্যাডাম ভোজেস। ২৭ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে