রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ০২:১৯:১০

বিশ্বমানের ইনিংস খেলার ক্ষমতা রাখেন সাব্বির

বিশ্বমানের ইনিংস খেলার ক্ষমতা রাখেন সাব্বির

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে সাব্বির রহমান একটি নাম, একটি ব্যান্ড। সাহসী খেলার জন্য যার জুড়ি নেই। খেলার মাঠে ব্যাট হাতে এক প্রান্থ আঁকড়ে ধরে প্রতিপক্ষের বিপক্ষে ঝড় তোলেন বাংলাদেশি এই খেলোয়াড়। 'টাইমস অব ইন্ডিয়া'র চোখে ২০১৫ সালের সেরা পাঁচটি ইনিংসের মধ্যে জায়গা করে নিয়েছে সাব্বিরের একটি ইনিংস। তাই এক প্রকার বলতে গেলে খুশির রাজ্যে দাঁপিয়ে বেড়াচ্ছেন তিনি। সম্প্রতি বিষয় গুলো নিয়ে বাংলাদেশের একটি দৈনিকে কথা বলেছেন সাব্বির। সে আলাপেই বিভিন্ন কথায় উঠে আসে পাকিস্তানের বিপক্ষে তার অর্ধশতকের সে ইনিংসের কথা, যার জন্য টাইমস অব ইন্ডিয়ার এ স্বীকৃতি। সাব্বিরের কাছে স্বভাবতই প্রশ্ন করা হয়, টাইমস অব ইন্ডিয়া এই নির্বাচনটা করেছে। তাদের মতে ২০১৫ সালের সেরা ৫টি টি-টোয়েন্টি ইনিংসের একটি আপনার ওই ফিফটিটা। এই ব্যাপারটা আপনার কাছে কতো বড় ব্যাপার? জবাবে সাব্বির বলেছেন, ‘কোন কর্তৃপক্ষ আমার ওই ইনিংসটাকে সেরা ইনিংসগুলোর একটা ভেবেছে এটি আসলে অনেক বড় ব্যাপার। এটা অনেক বড় একটা অনুপ্রেরণাও বটে। হয়তো কোনো পুরস্কার এটা নয়। তবে আমি এটা অন্তত বুঝতে পারলাম যে, আমার বিশ্বমানের ইনিংস খেলার ক্ষমতা আছে। এই বোঝাটাও অনেক বড় পাওয়া।’ রান না পেলে সাব্বিরের মন খারাপ হয়, কিন্তু সে অবস্থা থেকে কিভাবে বের হতে হয় সেটিও সাব্বির জানালেন। সেই ইনিংসটিই তার মন খারাপের ওষুধ। সাব্বির বলেন, ‘আমার মোবাইলে ওই ম্যাচের ভিডিও আছে। যখন মন খারাপ হয় অথবা রান না পাই তবে ভিডিওটা চালিয়ে দেখি। একটা কথা বলতে পারি, প্রতিটা শট করার সময় আমি আত্মবিশ্বাসী ছিলাম। আমার মনে হচ্ছিলো, আমি প্রত্যেকটা বল বাউন্ডারি ক্লিয়ার করবো।’ ২৭ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে