বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:৫৯:০২

'ওয়ানডে বিশ্বকাপে সাকিবের নেতৃত্বেই খেলবে বাংলাদেশ'

'ওয়ানডে বিশ্বকাপে সাকিবের নেতৃত্বেই খেলবে বাংলাদেশ'

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলে আবারো ফিরে পেতে পারেন দলের নেতৃত্ব। নিষেধাজ্ঞা পাওয়ার আগে জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক ছিলেন তিনি।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ২০২৩ সালে অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সাকিবের নেতৃত্বেই খেলবে বাংলাদেশ। সাকিব নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর পুরনো ছন্দে থাকবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

এ সময় পাপন আরও বলেন, ‘পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে অবশ্যই সাকিব অধিনায়ক। ও যদি আবার ফিরে আসে, আগের ফর্মে থাকে, যে সাকিব ছিল তাই থাকে, তাহলে অবশ্যই সেই প্রথম পছন্দ। ও তো অধিনায়ক ছিলই।’

কিন্তু এ বছরের অক্টোবরে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া হবে না সাকিবের। কারণ বিশ্বকাপ চলাকালে শেষ হবে আইসিসি প্রদত্ত তার শাস্তির মেয়াদ।

এ সময় পাপন বলেন, ‘সাকিব কবে ফিরবে সেটা হল কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়িং রাউন্ডের মধ্যে তো সে আসতে পারছে না। মূল পর্বে গেলেও একটা ম্যাচে সে থাকবে না। তিনটা ম্যাচে সে থাকতে পারছে না। ঐ তিন ম্যাচে তো আমাদের একজন অধিনায়ক থাকবে। ম্যাচ প্র্যাকটিস ছাড়া সাকিব হঠাৎ এসে ঢুকতে পারবে কি না- এটাও তো ওর সাথে আলোচনা করে নিতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে