রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ০৩:০৫:৩৪

টাইগারদের হার নিয়ে সাবেক অধিনায়কের ভিন্ন সুর

টাইগারদের হার নিয়ে সাবেক অধিনায়কের ভিন্ন সুর

স্পোর্টস ডেস্ক: সাফ মিশনে দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের কোচ মারুফুল হক বলেছিলেন, ‘প্রস্তুতি ভালো। সব ঠিকঠাক। এমনকি ছেলেরা বেশ কয়েক দিন ভালো প্রস্তুতিও নিয়েছে। আগে ব্যর্থ হলেও এবার কিন্তু ঠিকই ভালো কিছু নিয়ে দেশে ফিরবো।’ কিন্তু, হলো কি? বি গ্রুপে আফগানিস্তানের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচে ৪-০ গোলে হার দিয়ে শুরু হয় তাদের মিশন। এর পর গতকাল (শনিবার) দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের কাছেও ৩-১ গোলে হেরে এ নিয়ে টানা তৃতীয়বারের মতো সাফের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় মামুনুলরা। টাইগারদের এই লজ্জাজনক হার নিয়ে যখন ফুটবল পাড়ায় তোলপাড়। তখনই মুখ খুললেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কোচ শফিকুল ইসলাম মানিক। তার মুখে ভিন্নতার সুর। দেশের জনপ্রিয় একটি দৈনিক দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘গত তিন মাসের মধ্যেই তিন-তিনজন লোক জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন। ক্রুইফকে দায়িত্ব দেয়া হয়েছিল এই সাফ ফুটবলকে টার্গেট করে। লোপেজকেও তাই। এরপর মারুফুল হককে তো এই সেদিন দায়িত্ব দেয়া হলো। এই টুর্নামেন্ট দিয়ে তাই তাঁকে বিচার করলে ভুলই হবে। ২৭ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে