শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০, ০১:২৮:১২

এমনটাও হয়! আইপিএলে কোটি টাকার ক্রিকেটার সাইকেল চুরির দায়ে গ্রেফতার

এমনটাও হয়! আইপিএলে কোটি টাকার ক্রিকেটার সাইকেল চুরির দায়ে গ্রেফতার

স্পোর্টস ডেস্ক: এমনটাও হয়! কোটি টাকার ক্রিকেটার সাইকেল ও ম'দ চু'রির অভি'যোগ গ্রেফতার। বছর কয়েক আগেও টি-২০ ক্রিকেটে তার পরিচয় ছিল পাওয়ার হি'টার বলে।ফ্র্যাঞ্চাইজি লিগে তাকে পেতে দৌ'ড়-ঝাঁ'প করতো প্রতিটি দল। কিন্তু আইপিএল ও বিগ ব্যাশ খেলা সেই ক্রিকেটারকে গ্রেফ'তার হতে হলো চু'রি দা'য়ে।

লুক পোমার্সবাচ, দক্ষিণ অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত চারটি মৌসুমে আইপিএল খেলেছেন। বিরাট কোহলির নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং প্রীতির কিংস ইলেভন পাঞ্জাবের হয়ে আইপিএলে মাঠে নেমেছিলেন তিনি। টি-২০ ক্রিকেটে বিগ হি'টার হিসেবে যথেষ্ট তার নাম ছিল। আইপিএল নিলামে তার দাম উঠেছিল ২ কোটি ১৫ লাখ টাকা।কিংস ইলেভেন পাঞ্জাব ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল খেলেছেন পোমার্সবাচ। চার মৌসুমে মোট ১৭টি আইপিএল ম্যাচ খেলেছেন। একটি হাফ-সেঞ্চুরিসহ ৩০২ রান রয়েছে তার ঝু'লিতে। স্ট্রাইক-রেট ১২২। শুধু আইপিএল নয়, বিগ ব্যাশেও তার যথেষ্ট সুনাম ছিল। তবে অস্ট্রেলিয়ার হয়ে একটি মাত্র টি-২০ খেলেছেন পোমার্সবাচ। ২০০৭-এ পারথে নিউজিল্যান্ডের টি-২০ অভিষেকেই তার দেশের হয়ে তার শেষ ম্যাচ হয়।
 
৩৫ বছরের দক্ষিণ অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার সাইকেল চু'রি অভি'যোগে পুলিশ চা'র্জশি'ট পেশ করেছে। তার বিরু'দ্ধে দু’টি চু'রির অভি'যোগ রয়েছে। নতুন বছরের প্রথম দিনে এক শপিং সেন্টারের সামনে থেকে প্রাক্তন এই আইপিএল ক্রিকেটার একটি বাইসাইকেল চু'রি করে বলে অভি'যোগ। শুধু তাই নয়, এক কিছু দিন পর একটি ম'দের দোকান থেকে বেশ কয়েকটি ম'দের বোতলও চু'রির অভি'যোগ রয়েছে এই ক্রিকেটারের বিরু'দ্ধে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে