শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:২৫:০৩

'ছোটবেলা থেকে স্বপ্ন ছিল প্রিয় ক্রিকেটার তামিম ভাইয়ের সঙ্গে ওপেন করব'

'ছোটবেলা থেকে স্বপ্ন ছিল প্রিয় ক্রিকেটার তামিম ভাইয়ের সঙ্গে ওপেন করব'

স্পোর্টস ডেস্ক : ছোটবেলা থেকেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবালের ব্যাটিং দেখে বড় হয়েছেন সাইফ হাসান। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে তামিম ইকবালের যখন আন্তর্জাতিক অভিষেক, সাইফ হাসান তখন সবে ব্যাট ধরতে শিখছেন।

তখন থেকেই তার স্বপ্ন প্রিয় ওপেনার তামিম ইকবালের সঙ্গে টেস্ট ম্যাচে ওপেন করা। আসন্ন জিম্বাবুয়ে সিরিজে এই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তার।নিজের স্বপ্ন নিয়ে সাঈফ বলেছেন, ‘ছোটবেলা থেকে স্বপ্ন ছিল তামিম ভাইয়ের সঙ্গে ওপেন করব। সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন এটা লম্বা করতে হবে। যদি ভালো খেলি সুযোগ বেশি থাকবে।

 যেখানেই খেলেন না কেন যদি দুই-তিন ম্যাচ খারাপ করেন আপনাকে কিন্তু বাদ দেওয়া হবে। সব সময় দেখে আসছি পারফরম্যান্সই সব। ভালো খেললে জায়গাটা হবে। খারাপ খেললে বেরিয়ে যেতে হবে।’

তামিমের সঙ্গে এখন পর্যন্ত অনেক ওপেনারই ইনিংস শুরু করেছেন। লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার কিংবা সাদমান ইসলাম- কেউই থিতু হতে পারেননি। সাঈফেই টেস্ট অভিষেকটাও ভালো হয়নি। পাকিস্তানের মাটিতে প্রথম ইনিংসে ‘ডাক’ মারার পর দ্বিতীয় ইনিংসে করেন ১৬ রান।

অভিষেকের উপলব্ধি নিয়ে সাঈফ বলেন, ‘আমরা যেভাবে ঘরোয়া ক্রিকেটে খেলে আসছি সেদিক থেকে চিন্তা করলে অত সহজ না। মানসিকভাবে তৈরি হতে হবে। জাতীয় দলের প্রস্তুতি খুব ভালো হচ্ছে। সুযোগ পেলে ইনিংস বড় করতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে