রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ০৪:২৮:৫৪

নিষিদ্ধ ইয়াসির শাহ্

নিষিদ্ধ ইয়াসির শাহ্

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি ড্রাগ টেস্টে ধরা পড়ে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন শ্রীলঙ্কান উইকেটরক্ষক ব্যাটসম্যান পেরেরা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তার বিরুদ্ধে নিষিদ্ধ ড্রাগ নেয়ার অভিযোগ তোলে।এবার ড্রাগ টেস্টে পজেটিভ প্রমাণিত হওয়ায় সাময়িক বাদ পড়তে যাচ্ছেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ্ । আইসিসিরি ডোপ বিরোধি নীতিমালায় ইয়াসিরের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৩ নভেম্বর পাকিস্তান-ইংল্যান্ড ওডিআইয়ের আগে ইয়াসিরের শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইসিসি। পরীক্ষায় কোলরটেলিডোন নামক ড্রাগের উপস্থিতি পাওয়া যায়। এটি সাধারণত উচ্চ রক্তচাপের জন্য ব্যবহার করা হয়। ম্যাচটিতে ইংল্যান্ড ৯৫ রানে জয় পায়। ইয়াসির শাহ ৯ ওভার বল করে বিনা উইকেটে ৭০ রান দেন। আর ব্যাট হাতে ১৬ করে অপরাজিত থাকেন। ২৭ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে