মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০, ০৩:২২:৫৩

জিম্বাবুয়ের বিপক্ষে এমন জয়ে বড় অবদান নাঈমের ক্যারিয়ার সেরা বোলিং

 জিম্বাবুয়ের বিপক্ষে এমন জয়ে বড় অবদান নাঈমের ক্যারিয়ার সেরা বোলিং

স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও নাঈম হাসানের ঘূর্ণি সামলাতে পারেনি জিম্বাবুয়ে, তার সঙ্গে তাইজুল ইসলামও জ্বলে ওঠায় খেলা শেষ হয়েছে দ্রুত। টানা ছয় টেস্টে নাস্তানাবুদ হওয়ার পর অবশেষে সাদা পোশাকে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে হারিয়েছে ইনিংস ও ১০৬ রানে। আর দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন নাইম হাসান।

আগের দিনের শেষ বিকালের নায়ক নাঈম বল হাতে নিয়েই পান উইকেট। প্রথম ওভারেই পরপর দুই বলে নিয়েছিলেন দুই উইকেট। আর তার বলে স্লগ সুইপ করে ক্যাচ উঠিয়ে ফিরে যান ব্রেন্ডন টেইলর। নাইমের চতুর্থ শিকার ৪১ রান করা মারুমা। তামিমের হাতে ক্যাচ দিয়ে ফিরেছিলেন এই ব্যাটসম্যান।

এরপর প্রথম ইনিংসে সম্ভাবনা জাগিয়েও পাঁচ উইকেট না পাওয়া নাঈম হাসান এবার মেটান সেই খেদ। আইন্সলে এনডিলোভুকে এলবিডব্লুর ফাঁ'দে ফেলে আউট করে তোলেন ক্যারিয়ারের দ্বিতীয় ৫ উইকেট। শেষ ব্যাটসম্যানকে আউট করে তাইজুলও নেন ৪ উইকেট।

প্রথম ইনিংসে নাঈম নিয়েছিলেন ৭০ রানে ৪ উইকেট আর উইকেট আর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৮২ রানে পাচ উইকেট। আর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ও ১০৬ রানের বিশাল জয় পেল বাংলাদেশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে