মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০, ০৫:১৯:৪৯

মুশফিকের বাড়ির লোকও তো পাকিস্তানে খেলে এসেছে : পাপন

মুশফিকের বাড়ির লোকও তো পাকিস্তানে খেলে এসেছে : পাপন

স্পোর্টস ডেস্ক : 'না', 'না' করেও এরই মধ্যে দুইবার পাকিস্তান সফর করে ফেলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তৃতীয় দফায় আগামী এপ্রিলে আরও একবার যাবে টেস্ট ও ওয়ানডে দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আশা এবারের সফরে পূর্ণশ'ক্তির দল নিয়েই যেতে পারবে টাইগাররা। অবশ্য আগের দুই দফায়ও দলের সেরা তারকাদের প্রায় সবাই ছিলেন।

শুধুমাত্র পারিবারিক কারণ দেখিয়ে নিজের নাম প্রত্যা'হার করে নিয়েছিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহীম। যদিও তার আপন ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ঠিকই খেলে এসেছেন দুই সফরেই। সে কথাই আজ (মঙ্গলবার) মনে করিয়ে দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তৃতীয় দফার পাকিস্তান সফরের দলে মুশফিক যাবেন কি না? এমন প্রশ্নের জবাবে সরাসরি কোনো উত্তর দিতে পারেননি বিসিবি প্রধান।

তবে মাহমুদউল্লাহ পাকিস্তান সফর করে আসায়, এবার মুশফিকও সা'হস পাবেন বলে আশা প্রকাশ করেছেন পাপন। তিনি বলেন, ''আমরা আশা করছি মুশফিক যাবে। শুধু সে না প্রতিটি চুক্তিব'দ্ধ খেলোয়াড়ের যাওয়া উচিত। এটা আমরা মনেপ্রাণে বিশ্বাস করি। দেশের কথাও চিন্তা করতে হবে। সবসময় নিজের কথা চিন্তা করলে হবে না। যেটি আমি ব্যক্তিগভাবে মনে করি। প্রত্যেকের কাছেই নিজের কথা পরিবারের কথা গুরুত্বপূর্ণ কিন্তু দেশটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।''

এসময় মাহমুদউল্লাহর পাকিস্তান সফরের কথা মনে করিয়ে দিয়ে বিসিবি সভাপতি বলেন, ''মুশফিকের বাড়ির লোকও তো খেলে আসছে। তো মাহমুদউল্লাহর কিছু হয়ে গেলে, পরিবারের কিছু হতো না? শুধু ওর (মুশফিক) বেলায়ই পুরো পরিবারের কা'ন্নাকা'টি? শুধু ওর ব্যাপারেই চি'ন্তি'ত? বিষয়টা কি এমন কিছু? মুশফিক এখন মাহমুদউল্লাহর কাছ থেকেও শুনতে পারে যে, ওখানে (পাকিস্তান) কী অবস্থা বা কী হয়েছে?''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে