রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ০৬:০৫:৪৮

মৃত্যুশয্যা থেকে ফিরে এলেন এক বীর ক্রিকেটার

মৃত্যুশয্যা থেকে ফিরে এলেন এক বীর ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট ময়দানে দুর্ঘটনা এটা নতুন নয়। গত বছর বল লেগে মৃত্যু হয়েছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিল হিউজের। তা ছাড়াও ক্রিকেট মাঠে আহত হয়ে মৃত্যুবরণ করেছিলেন ইস্টবেঙ্গলের এক উদীয়মান ক্রিকেটার অঙ্কিত তিওয়ারির। এরপর গত শুক্রবার ইডেনে ক্রিকেট মাঠে আবারো দুর্ঘটনার চিকার হন ভারতের পশ্চিমবঙ্গের ক্রিকেটার ঋতম পোড়েল। এএন ঘোষের ফাইনাল খেলতে গিয়ে গলায় চোট পান তিনি। ভবানীপুরের বিপক্ষে ফিল্ডিং করার সময় গলায় চোট পান ঋতম। চোট পাওয়ার পর গুরুতর অবস্থায় ঋতমকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয় তাকে। অবশেষে আজ হাসপাতাল থেকে ছাড়া পেলেন আহত ইস্টবেঙ্গলের এ বীর ক্রিকেটার। হাসপাতালের ডাক্তারেরা আপাতত দশ দিনের বিশ্রাম দেওয়া হয়েছে ঋতমকে। ফের একটি বড় রকমের দুর্ঘটনার থেকে রক্ষা পাওয়ার পরে হাঁফ ছেড়ে বাঁচল বাংলার ক্রিকেট মহল। মৃত্যুশয্যায় থেকে ঋতমকে ফিরে পেয়ে খুশি হয়েছে গোটা ক্রিকেটবিশ্ব। ২৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে