শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:২২:২৩

দীর্ঘদিন পর ফের একই দলে খেলবেন দুই বন্ধু

দীর্ঘদিন পর ফের একই দলে খেলবেন দুই বন্ধু

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের জার্সি গায়ে সাকিবই সেরা। আন্তর্জাতিক ক্রিকেটেও বাংলাদেশের পোস্টারবয় সাকিব। তবে ঘরোয়া ক্রিকেটে আনুপাতিক হারে সাফল্য কম। তাই বলে ঘরোয়া ক্রিকেট, বিশেষ করে ঢাকার ক্লাব ক্রিকেটে যে তার ডিমান্ড কম, তাও না।

প্রতি বছরই সাবিকে পেতে আগ্রহী হয়ে ওঠে ক্লাবগুলো। গত ১০ বছরে সাকিব যে কয়বার প্রিমিয়ার লিগ খেলেছেন, তার বড় সময় তিনিই ছিলেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার। তবে এবার সেই সাকিব নেই প্রিমিয়ার লিগে। আইসিসির সাসপেন্সনের খাঁড়ায় পড়ে মাঠের বাইরে তিনি।

এখন তার বদলে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাবেন মুশফিকুর রহীম। আবাহনীর উচ্চ পর্যায়ের নির্ভরশীল সূত্র জানিয়েছে, মুশফিকুর রহীমকে তারা ৬৫ লাখ টাকায় দলে ভিড়াতে যাচ্ছেন। তার সাথে চুক্তি হয়েও গেছে। মোটা অংকের অগ্রীমও দিয়ে দেয়া হয়েছে।

তারই বিনিময়ে ক্লাব ক্রিকেটে প্রথমবার আকাশী-হলুদ জার্সি গায়ে চড়াতে যাচ্ছেন সব ফরম্যাটে সবচেয়ে ধারাবাহিকভাবে ভাল খেলা এ মিডল অর্ডার ব্যাটসম্যান।

এদিকে অর্থ প্রাপ্তিতে মুশফিকের খুব কাছাকাছি আছেন ‘পঞ্চ পান্ডবের’ বাকি তিন সদস্য মাশরাফি, তামিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই তিন বড় তারকাই ৫০ লাখ টাকার ওপরে পাচ্ছেন। এর বাইরে লিটন দাস, সৌম্য সরকারসহ আরও কজন ৪০ লাখ টাকার বেশি পাবেন।

এছাড়া, আরেক জনপ্রিয় ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের দলও প্রায় চূড়ান্ত। তবে মজার বিষয় হচ্ছে- দীর্ঘদিন পর ফের একই দলে খেলবেন দুই বন্ধু মাশরাফি ও আশরাফুল। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন এই দুই তারকা।

সর্বশেষ এই দুই বন্ধুকে এক দলে দেখা গিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আলোচিত-সমালোচিত দ্বিতীয় আসরে। সেবার দুজনই খেলেছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে